হেলথ চেক

হেলথ চেক

October 27, 2020, 9:10 pm

Updated: October 27, 2020, 9:10 pm

অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে রাশিয়ার ভূয়া খবর প্রচার!

Author: BD FactCheck Published: October 27, 2020, 9:10 pm | Updated: October 27, 2020, 9:10 pm

অক্সফোর্ডের প্রস্তুতকৃত ভ্যাকসিন নিয়ে বিরূপ প্রচার শুরু করেছে রাশিয়া । টাইমস এর রিপোর্টে এমনটাই দাবী করা হচ্ছে । 

 দাবী করা হচ্ছে এই ভ্যাকসিন গ্রহনে মানুষ উল্লুকে পরিণত হবে , কারন এতে একটি “শিম্পাঞ্জি ভাইরাস” ব্যবহার করা হয়েছে। 

টাইমস পত্রিকার অনুসন্ধানে দেখা গেছে, একটি ছবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হোয়াইট হলে হেটে যাওয়া একটি “বিগফুট” (এক ধরনের বনমানুষ । উত্তর আমেরিকার লোককথায় যাদের অস্তিত্ব পাওয়া যায়) দেখানো হয়েছে । পত্রিকাটি বলছে এর সাথে রাশিয়ান কর্তৃপক্ষের যোগযোশ আছে। 

এ ধরনের প্রচারণা অক্সফোর্ড ভ্যাক্সিন প্রকল্পের উপর বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে। 

অক্সফোর্ড ভ্যাকসিন প্রকল্পের প্রধান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক ইনফেকশন এন্ড ইমিউনিটি বিভাগের অধ্যাপক এন্ড্রু পোলার্ড বিবিসি রেডিও ৪ এর সাথে আলাপকালে এ ধরনের গুজবের ভয়াবহতা নিয়ে আলাপ করেছে। 

অধ্যাপক পোলার্ডের মতে – আমরা যে অবস্থার মধ্যে আছি, সেখানে এই মহামারীর ইতি টানার জন্য নানা ধরনের চিকিৎসা-ভ্যাকসিনসহ উদ্যোগ নেয়া হচ্ছে। এক্ষেত্রে যেকোন গুজব বা ভুল তথ্যের ফলে এ সকল উদোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরী হতে পারে। যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি তৈরী করবে। 

তিনি শিম্পাঞ্জী মিথকেও নাকচ করে দেন। 

তার মতে, অক্সফোর্ড যে ভ্যাকসিন তৈরী করছে, তা রাশিয়ার তৈরী ভ্যাকসিনসহ দুনিয়ার অন্যান্য ভ্যাকসিনের মতই,  যা মানুষের পাশাপাশি শিম্পাঞ্জীসহ বিভিন্ন প্রজাতির ঠান্ডাজনিত ভাইরাসকে ব্যবহার করা হয়। এটা একই গোত্রের ভাইরাস তা মানুষ হোক কিংবা শিম্পাঞ্জী।  

তিনি আরো বলেন “ এই ভ্যাকসিন বানানোর প্রকল্পের সাথে শিম্পাঞ্জীর কোনো সম্পর্ক নেই। কারন আমরা ভাইরাসের উপরে কাজ করছি, কোনো প্রানীর উপরে নয় যা তাদেরও আক্রান্ত করে।” 

“এই ভাইরাস আক্রান্ত মানুষের হোক কিংবা শিম্পাঞ্জী হোক, তাদের দেহ থেকে করোনা ভাইরাসের জেনেটিক উপাদান নিয়ে ভ্যাকসিনে তৈরির মাধ্যমে শরীরের ইমিউন ব্যবস্থায় একটা প্রতিরোধ তৈরী করে।“ যোগ করেন তিনি। 

তার মতে যদি এ ধরনের ষড়যন্ত্র-তত্ত্ব অক্সফোর্ডের ভ্যাকসিনের আত্মবিশ্বাসের উপরে কোনো প্রভাব ফেলে তাহলে এটা “খুবই দুর্ভাগ্যজনক” ব্যাপার হবে। 

অক্সফোর্ড মেইল অবলম্বনে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *