ফিচারড নিউজ

ফিচারড নিউজ

December 6, 2020, 9:55 pm

Updated: December 6, 2020, 11:12 pm

অপরাধী চক্র ভুয়া কোভিড-১৯ ভ্যাকসিন বিক্রির চেষ্টা করতে পারে বলে শঙ্কা ইন্টারপোলের

Author: BD FactCheck Published: December 6, 2020, 9:55 pm | Updated: December 6, 2020, 11:12 pm

দুনিয়া জুড়ে অপরাধী চক্র নকল কোভিড-১৯ ভ্যাকসিন অনলাইনে বা স্বশরীরে বিক্রি করতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে সতর্ক করেছে ইন্টারপোল। 

সম্প্রতি ফ্রান্সের লিওন ভিত্তিক আন্তর্জাতিক পুলিশ সংস্থাটি অরেঞ্জ নোটিস পাঠিয়ে তার ১৯৪ সদস্য দেশগুলিকে এই সতর্কতা জানিয়েছে । সংস্থাটি বলছে, অপরাধী চক্র অবৈধভাবে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রচারণা করে নকল ভ্যাকসিন বিক্রির চেষ্টা চালাতে পারে। 

ইতোমধ্যে ভারতের সিবিআই সহ যারা এই ইন্টারপোলের সদস্যা তারা এই ইস্যুতে যৌথভাবে কাজ করার বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

গত সপ্তাহে ইউকে প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস ভ্যাকসিন অনুমোদন দেয়ার পরেই সংস্থাটি থেকে এই সতর্কবাণী দেয়া হলো৷ ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রতেও ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের অনুমোদন দেয়ার প্রক্রিয়া জোরদারভাবে চলছে৷ 

ইন্টারপোল থেকে দেশীয় পুলিশ সংস্থাগুলিকে বলা হয়েছে ভ্যাকসিন যেখান থেকে আসছে তা নিরাপদ রাখা এবং “নকল ভ্যাকসিন প্রচারণাকারী ভুয়া ওয়েবসাইট সম্পর্কে সচেতন থাকা”। 

ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল ইয়ুর্গেন স্টোক এক বিবৃতিতে বলেন ” অপরাধী চক্র সাধারণ জনগণকে ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে টার্গেট করে মিথ্যা সুস্থতার আশ্বাস দিয়ে ভ্যাকসিন বিক্রি করাতে পারে৷ যা জনগণের স্বাস্থ্যের জন্য এমনকি তাদের জীবনের জন্যও মারাত্মক হুমকির কারণ হবে ।”

তিনি এই কোভিড-১৯  ভ্যাকসিন সম্পর্কিত যে কোন ধরনের অপরাধ সম্পর্কে তৎপর হতে পুলিশ সংস্থাগুলোকে আহবান জানান ৷ যার অংশ হিসাবেই এই নোটিশ জারি করা হয়েছে বলেন জানান ইয়ুর্গেন ৷

ইন্টারপোলের সাইবার ক্রাইম ইউনিট এখন পর্যন্ত ৩,০০০ হাজারের অধিক ওয়েবসাইট যাচাই করে অনলাইনে অবৈধ ফার্মাসিটিক্যাল  ও মেডিকেল পণ্য বিক্রির সাথে তাদের সংশ্লিষ্টতা পেয়েছে। এর মধ্যে ১৭০০ সাইটে ফিশিং ও  স্প্যামিং ম্যালোয়ার সহ আরো অনেক সাইবার ঝুঁকির সন্ধান পাওয়া গেছে যা আর্থিক ক্ষতিরও কারণ হতে পারে ।  


  1. Ahaa, its good discussion on the topic of this piece of writing here at this website, I have read all that, so at this time me also commenting here. Aurelie Marlow Reggis

  2. I was reading through some of your content on this site and I think this site is really informative ! Continue posting . Eulalie Adair Barkley

  3. These are in fact impressive ideas in about blogging. You have touched some fastidious factors here. Any way keep up wrinting. Roxi Tristam Weiss

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *