আমাদের লক্ষ্য ডিসক্লেইমার টেক্সট
Author: BDFactCheck Admin Published: February 25, 2020, 12:24 pm | Updated: May 12, 2020, 5:25 pm
বিডি ফ্যাক্টচেক বাংলাদেশর প্রথম ফ্যাক্ট অনুসন্ধানকারী প্রতিষ্ঠান। এটি একটি অলাভজনক, অরাজনৈতিক ও পেশাদার প্রতিষ্ঠান যার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীন বিভিন্ন বিষয়ে মিথ্যা, সন্দেহ, প্রতারণা, ও ভুলের মাত্রা কমিয়ে আনা। বিডি ফ্যাক্টচেক প্রধানত চারটি বিষয়ে ফ্যাক্টচেক করে থাকে: পাবলিক ফিগার, রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান, গণমাধ্যম, ও সামাজিক মাধ্যম। আমরা শুধু সেসমস্ত বিষয়ের ফ্যাক্টচেক করে থাকি যে বক্তব্যগুলো কোন আলোচনা সভা, প্রেস কন্ফারেন্স, জনসভা কিংবা গণমাধ্যমের মধ্য দিয়ে জনগণের কাছে পৌছায়। সামাজিক মাধ্যমে যেসব ভুয়া সংবাদ, ছবি কিংবা ভিডিও ভাইরাল হয় সেগুলোরও ফ্যাক্টচেক করে থাকে বিডি ফ্যাক্টচেক।
আমরা স্বাধীন
বিডি ফ্যাক্টচেক সেকশন ৫০১(সি)(৩) এর অধীনে যুক্তরাষ্ট্রের ইলিনয়ে রেজিষ্ট্রেশনকৃত একটি ননপ্রফিট সংস্থা। আমাদের কাজের আওতা হচ্ছে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশী ডায়াসপোরা। আমাদের ফ্যাক্টচেক টিম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে অবস্থান করে এবং স্বাধীনভাবে কাজ করে। সত্য এবং বস্তুনিষ্ঠতার প্রশ্নে আমরা অবিচল।
নিরপেক্ষ
ফ্যাক্টচেকিং প্রক্রিয়া থেকে শুরু করে তহবিল সংগ্রহ পর্যন্ত সব কাজে আমরা নিরপেক্ষতা নিশ্চিত করি। এই নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমাদের রয়েছে নির্দিষ্ট নিরাপত্তাপ্রহরী যারা তহবিল সংগ্রহ, রাজনৈতিক কর্মকান্ড, স্বার্থের সংঘাত, গবেষণা, রিভিউ, প্রকাশনা প্রতিটি ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে সচেষ্ট হন। এমনকি কর্মী বাছাই করার সময়ও আমরা এব্যাপারে খুবই সচেতন থাকি।