ফিচারড নিউজ

আংশিক সত্য

ফিচারড নিউজ

August 29, 2020, 1:19 pm

Updated: August 29, 2020, 1:19 pm

ইজরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া নারীর নতুন করে মুক্তি চাওয়া পোস্ট ভাইরাল

Author: BD FactCheck Published: August 29, 2020, 1:19 pm | Updated: August 29, 2020, 1:19 pm

নিচের ক্যাপশনযোগে এই ছবিটি বাংলাদেশের সামাজিক মাধ্যমে অনেকে শেয়ার করছেন।

“ইসরায়েল জেলে বন্দী আমাদের মুসলিম বোন। এই ছবিটি ভাইরাল করে বিশ্বের মধ্যে বিচারের আহব্বান করুন!!! হে আল্লাহ!
আপনি আমাদের মা-বোনদের হেফাজত করুন।।”

প্রকৃতপক্ষে, ফিলিস্তিনি এই নারীকে ২০১৭ সালের আগস্ট মাসে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনীন একই মাসের শেষের দিকে তাকে আদালত জরিমানা করে মুক্তি দেয়। এসব খবর তৎকালীন আরব ও ফিলিস্তিনি একাধিক সংবাদাধ্যমে প্রকাশিত হয়। যে ছবিটি ব্যবহার করা হয়েছে এখানে সেটিও ২০১৭ সালের গ্রেফতারকালীন তোলা। এরপর তিনি গ্রেফতার হয়েছেন এমন কোনো খবর আরব বা ফিলিস্তিনি সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

এই ঘটনা নিয়ে রায়া মিডিয়ার খবর

ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন ফালসো.কম এর ফ্যাক্ট চেক


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *