মিডিয়া লিটারেসি

মিডিয়া লিটারেসি

December 21, 2020, 2:07 pm

Updated: December 21, 2020, 3:23 pm

ইসরায়েলে ভ্যাক্সিন-বিরোধী ভুয়া তথ্যযুক্ত পোস্ট সরিয়েছে ফেসবুক

Author: BD FactCheck Published: December 21, 2020, 2:07 pm | Updated: December 21, 2020, 3:23 pm

ইসরায়েলে করোনা ভ্যাক্সিন সংক্রান্ত ভুয়া খবর প্রচারে অভিযুক্ত একাধিক পোস্ট সরিয়ে দিয়েছে ফেসবুক। গত রবিবার ইসরায়েলের আইন মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানানো হয়।  

এদিকে গত শনিবার দেশটির প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভ্যাক্সিন নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এছাড়া একাধিক সমীক্ষায় দেখা গেছে, দেশের দুই তৃতীয়াংশ নাগরিকই এই ভ্যাক্সিন নেবার পক্ষে।   

আইন মন্ত্রনালয় আরো জানায়, মূলত তাদের অনুরোধে ফেসবুক ভ্যাক্সিন বিরোধী নানা টেক্সট, ছবি এবং ভিডিও-সম্বলিত প্রপাগাণ্ডা সরিয়ে দেয়। নামিয়ে দেয়া এসব ভুয়া খবরের মধ্যে ছিল, ভ্যাক্সিনের সাথে মাইক্রোচিপ প্রবেশ করিয়ে নাগরিকদের গতিবিধি ট্র্যাক করা হবে। এছাড়া এই ভ্যাক্সিনের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হবে বলেও প্রচার আছে।   

ভ্যাক্সিন সংক্রান্ত ভুয়া পোস্ট সরিয়ে দেয়ার ব্যাপারটি নিশ্চিত করে ফেসবুকের একজন মুখপাত্র জানান, হিব্রু ভাষায় সেসব পোস্ট মূলত ফেসবুকের “ভুয়া তথ্য সংক্রান্ত পলিসি” মোতাবেক সরানো হয়েছে। এছাড়া ইসরায়েলের দায়িত্বশীলরা আরো জানিয়েছেন, এই বছরেই সেখানকার ২০% স্পর্শকাতর জনগোষ্ঠীকে আগে ভ্যাক্সিনের আওতা হবে যাতে করোনার সংক্রমণ কমিয়ে আনা যায়। কিন্তু এসব ভুয়া খবর সেই লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাড়াতে পারে বলে তাদের আশঙ্কা ছিল।     

৯০ লাখ জনগোষ্ঠীর দেশ ইসরায়েল এখন পর্যন্ত ৩ লাখ ৭৩ ৩শত ৬৮টি করোনা সংক্রমণের ঘটনা ঘটছে যেখানে মৃতের সংখ্যা ৩ হাজারের বেশি। দেশটিতে এখন পর্যন্ত দুইবার লকডাউন ঘোষণা করা হয়েছিল এবং তারপরেও সংক্রমণ আরো বাড়বে বলে আশঙ্কা অনেকের।

রয়টার্স অবলম্বনে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *