
উপসর্গহীন রোগী থেকে কি করোনাভাইরাস ছড়ায়?
Author: Zahed Arman Published: June 10, 2020, 1:09 pm | Updated: June 10, 2020, 1:18 pm
যা দাবি করা হচ্ছে:
“করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির যদি কোনো লক্ষণ বা উপসর্গ স্পষ্ট না হয় তাহলে তার কাছ থেকে সাধারণত আর ভাইরাস ছড়ায় না।”
সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে সংস্থাটির ইমার্জেন্সি ডিজিস অ্যান্ড জুয়োনোসিস শাখার প্রধান ড. মারিয়া ভন কারখোভ গত সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমাদের হাতে থাকা উপাত্ত অনুযায়ী মনে হচ্ছে আক্রান্ত কিন্তু উপসর্গহীন ব্যক্তির কাছ থেকে ভাইরাস ছড়ানোর ঘটনা বিরল। এটি খুবই বিরল।
তিনি বলেন, সরকারগুলোর উচিত উপসর্গ আছে এমন ব্যক্তিদের শনাক্ত করে আইসোলেশন করা এবং তাদের সংস্পর্শে যারা গেছেন তাদের চিহ্নিত করা। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ড. মারিয়া এই উত্তর দেন।
বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যম বিষয়টি কাভার করেছে। পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এই দাবি থেকে সরে এলেও সংবাদ মাধ্যমগুলো তাদের করা পূর্বের প্রতিবেদনে পরিবর্তন আনেনি। পাঠক পূর্বের প্রতিবেদনগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিচ্ছে। এতে অনেক পাঠকই বিভ্রান্ত হচ্ছেন। নিচে উদাহরণস্বরূপ প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিন-এর সংবাদের লিংক শেয়ার করা হয়েছে।
বিশ্লেষণ:
গত ৮ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি ডিজিস অ্যান্ড জুয়োনোসিস শাখার প্রধান ড. মারিয়া ভন কারখোভ যে বক্তব্য দিয়েছিলেন তা থেকে সরে আসে সংস্থাটি। পরদিন ৯ জুন সংবাদ সম্মেলনে তাঁর ব্যাখ্যাও দেয়। এদিন সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে বলা হয় “উপসর্গহীন রোগী থেকে করোনাভাইরাস ছড়ায় কিনা তার অধিকাংশই অজানা”।
এই সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু মডেলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ৪১ শতাংশ করোনাভাইরাস ছড়ায় উপসর্গহীন মানুষের কাছ থেকে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর মতে ৪০ শতাংশ করোনাভাইরাস ছড়ায় মানুষ অসুস্থবোধ করার আগেই।
অতএব, উপসর্গহীন থাকলেই করোনাভাইরাস ছড়াবে না তা নিশ্চিত নয় এখনও।
তথ্যসূত্র:
ওয়াশিংটন পোস্ট
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন
সিএনএন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গুগল
সিদ্ধান্ত:
উপসর্গহীন রোগী থেকে করোনাভাইরাস ছড়ায় কিনা তার অধিকাংশই এখনও অজানা। এ বিষয়ে বিস্তর গবেষণা ছাড়া উপসর্গহীন রোগী থেকে করোনাভাইরাস ছড়ায় কিনা, কতটুকু ছড়ায়, কীভাবে ছড়ায় সে সম্পর্কে মন্তব্য করা উচিত নয়।