ফেক নিউজ

ফেক নিউজ

December 24, 2020, 7:06 pm

Updated: December 24, 2020, 7:26 pm

”আমার পায়ের একটি ছবি যেভাবে ভ্যাকসিন বিরোধী প্রচারণার হাতিয়ারে পরিণত হলো”

Author: BD FactCheck Published: December 24, 2020, 7:06 pm | Updated: December 24, 2020, 7:26 pm

পায়ের তালুতে বিরল চর্মরোগে ভোগা মার্কিন নাগরিক প্যাট্রিসিয়া আক্রান্ত তালুর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। কিন্তু ভুলভাবে তার এই ছবিটিই ভ্যাকসিন বিরোধী প্রচারণাকারীদের হাতিয়ারে পরিণত হয়।   

ছবিটিতে দেখা যায় প্যাট্রিসিয়ার পায়ের তালুতে লাল হয়ে চামড়া উঠে সেখানে ঘা হয়ে গিয়েছে। 

প্যাট্রেসিয়ার পা ( ছবি: নিউ ইয়ার্ক পোস্ট)

ফেসবুক এবং টুইটারে এই ছবিটি প্রচার করে ক্যাপশনে বিভিন্ন ধরনের দাবী করা হয়। একজন লিখেছেন, “দেখুন ভ্যাকসিনের ট্রায়াল দেয়া একজন অংশগ্রহণকারীর অবস্থা। আপনি এই পরিস্থিতির জন্য তৈরী তো?”  

কেউ কেউ আরো এগিয়ে টুইট করেছেন, “ওরা আমাদের এভাবেই কষ্ট দিতে চাচ্ছে।”

এটা সত্য যে টেক্সাসের বাসিন্দা প্যাট্রেসিয়া কোভিড-১৯ ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণকারী একজন স্বেচ্ছাসেবক ছিলেন। কিন্তু মেডিকেল রিপোর্ট মতে, তাকে প্লেসবো দেয়া হয়েছিলো। প্লেসবো হলো কোনো ভ্যাকসিনের ট্রায়াল চলাকালে অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবকদের দুইটি গ্রুপ বানিয়ে একদলকে ভ্যাকসিন এবং অন্য দলকে সাধারন কোনো পার্শ্বপ্রতিক্রিয়াহীন বস্তু প্রয়োগ করে দুই দলের প্রতিক্রিয়া লক্ষ্য করা হয়। প্রক্রিয়াকে প্লেসবো বলে। যেমন প্যাট্রিয়িয়াকে প্লেসবো হিসেবে লবন-পানি দেয়া হইয়েছিলো। 

নিউ ইয়ার্ক পোস্টের ইউটিউব চ্যানেল থেকে

বিভ্রান্তির শুরু যেখান থেকে 

প্যাট্রিসিয়ার এই সমস্যা প্রথম শুরু হয় এই বছরের অক্টোবরের দিকে। তখন হাটার সময়ে তার পায়ে ব্যাথার অনুভব হয়। ঘরে ফিরে তিনি দেখতে পান তার পায়ের চামড়া উঠে ঘা হয়ে গেছে। এই ঘটনার ঠিক পাচ দিন আগেই তিনি ভ্যাকসিন ট্রায়ালের দ্বিতীয় ইঞ্জেকশন নিয়েছিলেন। ফলে এটা তার মনে সন্দেহ তৈরী করে যে এটা কোনো মেডিসিনের প্রতিক্রিয়া কিনা।  

তখন তিনি এই সমস্যা নিয়ে ডাক্তারদের পরামর্শ নেয়া শুরু করেন। কিন্তু আমেরিকায় প্রাইভেট হেলথ কেয়ার পলিসির জন্য সাধারন নিম্নবিত্তদের আর্থিক সমস্যার মুখে পড়তে হয় এবং প্যাট্রিসিয়ারও চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়।

এই অবস্থায় তারই এক আত্নীয় তাকে The GoFundMe পেজে অর্থ সাহায্যের আবেদন করতে বলেন। The GoFundMe একটি জনপ্রিয় ফান্ড রাইজিং ওয়েবসাইট যেখানে মানুষ তার প্রয়োজন অনুযায়ী অর্থ সংগ্রহের আবেদন করতে পারে। 

এই সাইটে নিজের পায়ের ছবি আপলোড দিয়ে প্যাট্রেসিয়া নিজেকে কোভিড-১৯ ভ্যাকসিন ট্রায়ালের স্বেচ্ছাসেবক পরিচয় দেয়ার পরেই বিপত্তি শুরু হয়। 

প্যাট্রেসিয়ার পায়ের ছবি

পোস্টটি যেভাবে ভাইরাল হয়

প্যাট্রেসিয়ার এই ছবিটি ভ্যাকসিন বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী একজন আপলোড করার পরেই দ্রুত অনলাইনে তা ছড়িয়ে পড়ে। অনেকে বিভিন্ন আইডি থেকে বিভিন্ন ক্যাপশন ব্যবহার করে এই পায়ের ছবি পোস্ট করতে থাকেন যার বেশিরভাগই ভ্যাকসিন বিরোধী প্রচারণা। তবে কেউ কেউ আবার বাইবেলে বর্ণিত “পায়ে মারাত্মক ঘা” সংক্রান্ত অনুচ্ছেদ ব্যবহার একে করে অভিশাপ হিসাবেও চিহ্নিত করে।  

গো ফান্ড মি সাইট

সাধারণত ট্রায়ালে অংশগ্রহণকারীদের মধ্যে কাদের ভ্যাকসিন দেয়া হয়েছে এবং কাদের প্লেসবো দেয়া হয়েছে তা প্রকাশ করা হয়না। কিন্তু এই প্রচারণা শুরু হলে কর্তৃপক্ষ প্যাট্রেসিয়াকে জানায় তাকে মূলত প্লেসবো দেয়া হয়েছিলো, ভাকসিন নয়। 

পরে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে প্যাট্রেসিয়া বলেছেন- “এটা খুবই দূর্ভাগ্যজনক যে আমার পায়ের ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে ভ্যাকসিন বিরোধী প্রচারণা হয়েছে যা সত্য নয়। ভ্যাকসিনের সাথে আমার পায়ের রোগের কোনো সম্পর্ক নেই।” 

বিবিসি অবলম্বনে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *