ফ্যাক্টচেক

অসত্য

ফ্যাক্টচেক

October 16, 2020, 10:35 am

Updated: October 18, 2020, 6:43 pm

একাত্তর টিভি বয়কট: ফেসবুক/ইউটিউবে ফলোয়ার কত কমেছে?

Author: BD FactCheck Published: October 16, 2020, 10:35 am | Updated: October 18, 2020, 6:43 pm

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর কর্তৃক বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টিভি’ বয়কটের আহ্বান জানানোর পর গত তিন দিন ধরে সামাজিক মাধ্যমে বয়কট ক্যাম্পেইন চলছে।

এর প্রেক্ষিতে ফেসবুকে অনেকে দাবি করছেন, এই সময়ের মধ্যে একাত্তর টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে সাবস্ক্রাইবার ও ফলোয়ার সংখ্যা ব্যাপকভাবে কমেছে।

কিছু ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, বয়কটের ফলে একাত্তর টিভির ইউটিউবে ৩৬ লাখ সাবস্ক্রাইবার কমেছে, আর প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজের ‘লাইক’ সংখ্যা কমেছে ২২ লাখ।

যেমন নিচের স্ক্রিনশটে দেয়া পোস্টটিতে বলা হয়েছে, “ইউটিউব চ্যানেল একাত্তর টিভির সাবস্ক্রাইবার ৬.৫ মিলিয়ন থেকে এখন ২.৪৯মিলিয়ন, ফেইসবুক পেইজ লাইক ছিলো ৭.৬ মিলিয়ন এখন ৫.৪ মিলিয়নে নামিয়েছে সাইবার যুদ্ধারা।”

স্ক্রিনশট–

কিন্তু বাস্তবে এসব তথ্যের সত্যতা পাওয়া যায়নি।

বিভিন্ন সামাজিক মাধ্যম ওয়েবসাইটের ট্রাফিক বিষয়ক তথ্য নিয়মিত সংরক্ষণ ও আপডেট প্রদানকারী একটি নামকরা প্রতিষ্ঠান হচ্ছে ‘সোশ্যাল ব্লেড- socialblade.com.

ওয়েবসাইটটির তথ্য মতে, ১৩ অক্টোবর থেকে গত তিন দিনে একাত্তর টিভির ফেসবুক পেইজে ‘লাইক সংখ্যা কমেছে ১ লাখ ৭৩ হাজারের মতো। চলতি অক্টোবরের বাকি দিনগুলিতে দেখা গেছে প্রতিদিন ২ থেকে ৫ হাজার করে ‘লাইক’ সংখ্যা বাড়ছিলো। কিন্তু ১৩ অক্টোবর থেকে ‘লাইক’ এর সংখ্যা তার চেয়ে অনেক বেশি নেতিবাচক।

নিচের স্ক্রিনশটে দেখুন বিস্তারিত তথ্য–

আর একই সময়ে ইউটিউবে সাবস্ক্রাইবার কমেছে ৭০ হাজারের কাছাকাছি

দেখুন নিচের স্ক্রিনশট–


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *