গণমাধ্যম

অসত্য

গণমাধ্যম

April 20, 2020, 3:23 pm

Updated: April 20, 2020, 5:36 pm

এটি ইন্দোনেশিয়া নয়, গাম্বিয়ার পুরোনো ছবি

Author: BDFactCheck Admin Published: April 20, 2020, 3:23 pm | Updated: April 20, 2020, 5:36 pm

“করোনা ভাইরাস মোকাবিলায় ইন্দোনেশিযা সরকার। এই ভাবে খাবার জিনিস সাজিয়ে রেখেছেন যার যেমন দরকার নিয়ে যাবেন।”

এ ধরনের ক্যাপশনসহ বিভিন্ন ফেসবুক পেইজ ও গ্রুপে নিচের ছবিটি পোস্ট করা হয়েছে।

প্রকৃতপক্ষে এটি ইন্দোনেশিয়ার ছবি নয়। ছবিটি প্রথম অনলাইনে পাওয়া যায় ২০১৯ সালের ১৬ মে তারিখে (বর্তমান কভিড-১৯ ভাইরাসটি প্রথম চিহ্নিত হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে)। গাম্বিয়ান একটি ফেসবুক পেইজ ছবিগুলো আপলোড করে জানায় সে দেশের একজন ধনাঢ্য ব্যক্তি রমজান মাসে তার এলাকার মানুষদের জন্য খাবার সহায়তা দিয়েছেন।

মূল পোস্টের লিংক: https://www.facebook.com/2034225126807071/posts/2396826890546891/


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *