
অসত্য
এড. অশোক কুমারের মেয়ের ইসলাম গ্রহণের ভুয়া ভিডিও প্রচার
Author: BD FactCheck Published: August 29, 2020, 1:28 pm | Updated: August 29, 2020, 1:28 pm
“এডঃ অশোক কুমারের মেয়ের ইসলাম গ্রহণ” শিরোনামে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে নিকাব পরা এক তরুণী নিজেকে ‘এডঃ অশোক কুমারের মেয়ে’ দাবি করে তার ইসলাম গ্রহণের কথা জানাচ্ছেন।

প্রকৃতপক্ষে, ভিডিওটি ভুয়া। এটিতে দেখা যাওয়া তরুণীটি অশোক কুমারের মেয়ে নন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঘটা একটি ধর্ষণের ঘটনায় একজন ভিকটিম তরুণীর, যার নাম জাকিয়া আক্তার মুন্নি, জবানবন্দীর ভিডিওকে এডিট করে অন্য কণ্ঠ যুক্ত করে ‘অশোক কুমারের মেয়ে’ হিসেবে সাজানো হয়েছে।
মূল ভিডিওটি দেখুন এখানে।
এ ঘটনার বিস্তারিত জানুন বিবিসি বাংলার এই লিংকে।
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন এডভোকেট অশোক কুমার ঘোষ।