হেলথ চেক

হেলথ চেক

December 9, 2020, 9:58 pm

Updated: December 10, 2020, 11:22 pm

করোনাভাইরাস নিয়ে ৪টি ভুয়া তথ্য

Author: BD FactCheck Published: December 9, 2020, 9:58 pm | Updated: December 10, 2020, 11:22 pm

ফেসবুকে একটি পোস্টে করোনাভাইরাস এবং প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বেশকিছু দাবি করা হয়। পোস্টটি দেখুন এখানে। 

তবে পোস্টটিতে কোনো তথ্যসুত্র উল্লেখ করা হয়নি। 

পোস্টটিতে অভিযোগ করা হয়, করোনায় সারা দুনিয়ায় লকডাউন দেয়া হয়েছিল মূলত আমেরিকার নির্বাচনের জন্যেই। করোনা ভাইরাস ঠেকানোর জন্যে নয়। যদিও করোনা প্রথম আবিস্কৃত হয় চীনের উহানে, ৩১ ডিসেম্বর। তারপরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকার সিডিসি সামাজিক দূরত্ব, নিয়মিত হাত ধোয়া এবং মাস্ক পরিধানের পরামর্শ প্রদান করে।

মূলত সারা দুনিয়ার সব দেশেই এই লকডাউন দেয়া হয়েছিল যাতে সংক্রমণের হার কমিয়ে আনা যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইরাস ট্র্যাকার দিয়ে দেখা গেছে, দুনিয়ার বেশিরভাগ দেশই নানা ধরণের বিধিনিষেধ আরোপ করেছিল।  

কিন্তু এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা দিয়ে প্রমান করা যায়, এই বিধিনিষেধ আরোপ করা হয়েছিল আমেরিকার নির্বাচনের জন্যে।

করোনা একটি “খারাপ জ্বর” ছাড়া কিছু না। 

করোনা ভাইরাস অন্যান্য ফ্লু থেকে বিভিন্নভাবে আলাদা। ফলে এটিকে অন্যান্য ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জার সাথে মেলানো যায়না। 

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে তাদের ওয়েবসাইটে এক ব্যাখ্যায় জানায়, ইনফ্লুয়েঞ্জায় সমগ্র বিশ্বে মারা যায় প্রায় সাড়ে ৬ লাখ যেখানে করোনায় এখন পর্যন্ত মারা গেছে প্রায় দেড় মিলিয়ন। 

এছাড়াও আরেকটি গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্তদের ব্যক্তিদের বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয় যা অন্যান্য ফ্লু’র ক্ষেত্রে কিছুটা কম। 

যদিও জ্বর, শারীরিক দূর্বলতা, কাশি এবং ব্যাথা ইত্যাদি দৃশ্যমান লক্ষণ সবগুলো ফ্লু’র ক্ষেত্রেই একইরকম দেখা যায়। কিন্তু স্বাদহীনতা এবং ঘ্রাণশক্তি চলে যাওয়াটা অন্যান্য ফ্লুতে অতটা দেখা যায়না। 

করোনা ভাইরাস কি কোনো জীবানু অস্ত্র?

এক্ষেত্রে আমেরিকার সিডিসি ব্যাখ্যা দিয়েছে এই ভাইরাস কিভাবে উহানের একটি বাজার থেকে ছড়িয়ে পড়েছে। 

এর বাইরে কোনো তথ্য-প্রমান পাওয়া যায়নি যে করোনার সংক্রমণ একটি পূর্ব-পরিকল্পিত ঘটনা। 

৭৩ ডিগ্রি তাপমাত্রায় করোনা ভাইরাস ধ্বংস হয় কি?

ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে উষ্ণ তাপমাত্রায় করোনা ভাইরাস ধ্বংস হয়না। ইউনিসেফের একই বক্তব্য আছে যেখানে তারা দেখিয়েছে বেশি তাপমাত্রার দেশ সৌদি আরব কিংবা লিবিয়াতেও মানুষ যথেষ্ট আক্রান্ত হয়েছে। আসলে করোনা ভাইরাসকে বিধ্বংসী তাপমাত্রা ৭৩ ডিগ্রির চেয়ে অনেক বেশি। 

মহামারীর পরিবেশ সৃষ্টি করা হয়েছিল ডেমোক্র্যাটদের জিতিয়ে আনার জন্যে! 

উক্ত পোস্টে আরো দাবি করা হয়, ডেমোক্র্যাটরা ভোটে জিততে এবং জনগণকে সরাসরি ভোট দিতে বিরত রাখতে তারা মহামারীর গুজব ছড়িয়েছে। নির্বাচনের আগেই ট্রাম্প অবশ্য তার সমর্থকদের জানিয়েছিল যে ভোট কারচুপি হতে পারে, তবে তার বক্তব্যে সমর্থনে সে কোনো প্রমান হাজির করতে পারেনি। 

অবশ্য দুপক্ষের এরকম মুখোমুখি অবস্থান থাকতেও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের কাছে এটি ‘সুসম্পন্ন নির্বাচন’ ছিল। ফলে মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে মহামারী ব্যবহার মূলত একটি গুজব। মেইল ইন ভোট সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

রয়টার্স অবলম্বনে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *