
করোনা ভ্যাকসিনের সাথে কি শরীরে মাইক্রোচিপ প্রবেশ করানো হবে?
Author: BD FactCheck Published: December 7, 2020, 5:12 pm | Updated: December 7, 2020, 10:49 pm
২৭ হাজারের বেশিবার দেখা ফেসবুকের একটি ভুয়া ভিডিওতে দাবি করা হয়, করোনার ভ্যাকসিনের সাথে একটি মাইক্রোচিপ প্রবেশ করানো হবে।
৩ মিনিটের উক্ত ভিডিওটি দেখা যাবে এখানে। ভিডিওটিতে মূলত বিল গেটস, মেলিন্ডা গেটস এবং জ্যাক মা’র ভিডিও বাড়তি করে যুক্ত করে তৈরি করা হয়েছে।
ভিডিওটির শুরুতে বিল গেটসকে কথা বলতে শোনা যায় যদিও বিল গেটসের বক্তব্যের এই অংশটি ২০১৩ সালের একটি ভিডিও থেকে কেটে নেয়া হয়েছে।
এই ভিডিওতে বিল গেটসকে বলতে শোনা যায়, “ভ্যাক্সিনের মত আবিস্কার দরকার যা দিয়ে আমরা সবাইকে ট্র্যাক করতে পারি”। কিন্তু ভিডিওটির আসল অংশে দেখা যায়, বিল গেটস মূলত বিভিন্ন সম্ভাব্য আবিস্কারের উদাহরণ দিতে যেয়ে একথা বলেছিলেন।
এছাড়া বিল গেটস ও ভ্যাক্সিন সংক্রান্ত একাধিক ভুয়া তথ্য যাচাই করেছে রয়টার্স।
ভাইরাল হওয়া ভুয়া ভিডিওটির ১:৩২ সেকেন্ডে মেলিণ্ডা গেটস ও জ্যাক মা’কেও দেখা যায়। ভিডিওটি নেয়া হয়েছে ২০১৯ সালের জাতিসঙ্ঘের ডিজিটাল কোপোরেশনের আয়োজন থেকে। উক্ত পোগ্রামে বক্তা হিসেবে হাজির ছিলেন মেলিন্ডা ও জ্যাক মা।
উক্ত ভিডিওতে মেলিণ্ডা বলেন, প্রযুক্তি আমাদের নানাবিধ সুযোগ করে দিয়েছে। “এমন এক দুনিয়া হাতে এনে দিয়েছে সেখানে যা চাই, তা পাই”। ফলে সেই ভিডিওকে ব্যবহার করে দাবি করা হয়, মেলিণ্ডা পুরো দুনিয়াটাকে নজরবন্দী করতে চায়।
কিন্তু আসল ভিডিওতে মেলিণ্ডা বলেছেন, আমরা এমন একটি দুনিয়া চাই যেটি হবে “আরো মানবিক এবং ন্যায়ভিত্তিক”।
পুরো ভিডিওটি দেখুন এখানে।
এছাড়া উক্ত ভিডিওতে জ্যাক মা’কে এক “নতুন ডিজিটাল দুনিয়া” এর কথা বলতে শোনা যায়। কিন্তু আসল ভিডিওটি যাচাই করে দেখা গেছে, উক্ত ভিডিওতে দাবিকৃত “ডিজিটাল দুনিয়ার” সাথে ভ্যাক্সিনের কোনো সম্পর্ক নেই। মূলত জ্যাক মা সেখানে আগামিদিনের প্রযুক্তি-বিশ্ব কোন দিকে পা বাড়াবে সে বিষয়ে কথা বলেছেন।
এছাড়া ভিডিওটিতে আরো কিছু ফুটেজ ব্যবহার করা হয়েছে যা মূলত মাইক্রোচিপ সংক্রান্ত। এর সাথে ভ্যাক্সিনের কোনো যোগাযোগ নেই। যেমন পিবিএস নিউজয়াওয়ারের একটি ভিডিও সেখানে ব্যবহার করেছে যা মূলত বিচ্ছিন্ন একটি অংশ। আসল ভিডিওটি দেখলে বুঝা যায়, ভিডিওটি মূলত মাইক্রোচিপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সে সংক্রান্ত।
এছাড়া একই অনুষ্ঠানের আরেকটি অংশ ভিডিওটিতে দেখা যায়।
সিদ্ধান্তঃ ভিডিওতে দেখানো ভ্যাক্সিনের সাথে মাইক্রোচিপ প্রবেশ করানোর ভিডিওটি এডিট করে তৈরি করা। এছাড়া ভিডিওটিতে করা দাবিটি ভিত্তিহীন।
রয়টার্স অবলম্বনে