
করোনা ভ্যাকসিন নিয়ে যেকোন ভুয়া তথ্য মুছে দেবে ফেসবুক
Author: BD FactCheck Published: December 7, 2020, 5:23 pm | Updated: December 7, 2020, 9:53 pm
গত ৩ ডিসেম্বর ফেসবুক ঘোষণা দিয়েছে যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভিত্তিহীন বলে চিহ্নিত করেছেন করোনা ভ্যাকসিন নিয়ে এরকম কোন দাবীসম্বলিত পোস্ট তারা সরিয়ে দিবে। ভুয়া ও অসত্য তথ্য যখন লাগামহীনভাবে ছড়াচ্ছে তখন সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি করোনাভাইরাস নিয়ে ভূয়া তথ্য নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে।
অন্যান্য ভ্যাকসিন নিয়ে ভুয়া তথ্য মোকাবেলায় ফেসবুকের নীতির চেয়ে করোনা ভ্যাকসিন নিয়ে গৃহীত এই নীতি অধিকতর কঠোর। এর আগে অন্যান্য ভাইরাসের ভ্যাকসিন নিয়ে ছড়ানো ভূয়া যেকোন তথ্য ফেসবুক নিয়ন্ত্রণ করে রাখতো যার ফলে তা মানুষের ফেসবুক নিউজফিডে কম দৃশ্যমান হতো।
তবে এবার ফেসবুক বলছে কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে যেকোন ভুয়া তথ্য তারা পুরোপুরি সরিয়ে দিবে যদি তা বিশ্ব স্বিস্থ্য সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর মতো জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের দেয়া তথ্যের বিপরীত হয়।
একটি ব্লগ পোস্টে ফেসবুক বলছে, ”অন্যভাবে বললে মানুষের শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে করোনাভাইরাস নিয়ে এমন ভুয়া তথ্য মোকাবেলায় আমরা এই নীতি গ্রহণ করছি। এর মধ্যে থাকতে পারে করোনা ভ্যাকসিনের নিরাপত্তা, কার্যকারিতা, উপাদান এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যেকোন ভুয়া তথ্য।”
সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমটি দীর্ঘদিন ফেসবুকে কোন তথ্য সত্য আর কোনটা মিথ্যা সেটা নির্ধারণের বিতর্কে যেতে চায়নি। ফেসবুকের সিইও ও প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ স্পষ্টই ঘোষণা দিয়েছিলেন যে তিনি সামাজিক মাধ্যমটিতে সত্য-মিথ্যার নির্ধারক হতে চাননি।
তবে করোনাভাইরাস নিয়ে যেকোন ভুয়া তথ্য মোকাবেলায় মার্ক জুকারবার্গ অনেক সক্রিয়। সাধারণ মানুষকে করোনাভাইরাসের সম্ভাব্য ক্ষতি সম্পর্কে জানাতে ফেসবুক নতুন টুলস তৈরী করেছে। তাছাড়া মার্চের প্রথম দিকে মার্ক জুকারবার্গ আমেরিকার প্রধান সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসিকে ইমেইলের মাধ্যমে ভাইরাস মোকাবেলায় সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছিলেন। এরপর থেকে বেশ কয়েকবার ড. ফাউসি ফেসবুকে মার্ক জুকারবার্গের সাথে লাইভে সাক্ষাতকারে এসেছিলেন।
তবে যেহেতু ভাইরাসটি একেবারে নতুন এবং এর প্রকৃতি সম্পর্কে এখনো অনেক কিছু অজানা, তাই ভ্যাকসিন সম্পর্কিত যেকোন ভুয়া তথ্যই সাথে সাথে সরাবে না ফেসবুক। সামাজিক মাধ্যমটি জানিয়েছে তারা ব্যবহারকারীদেরকে ফেসবুকের কোভিড-১৯ তথ্যকেন্দ্রে পাঠাবে যেখানে ভাইরাসটি সম্পর্কে নির্ভরযোগ্য ও সর্বশেষ তথ্য পাওয়া যাবে।
ভ্যাকসিন সম্পর্কিত ভুয়া তথ্য সরানোর ফেসবুকের এই নীতি নতুন নয়। সামাজিক মাধ্যমটি এর আগে পাকিস্তানে পোলিও সম্পর্কিত ও সামোয়া দ্বীপপুঞ্জে হামের টিকা নিয়ে ছড়ানো ভূয়া তথ্যও সরিয়ে দিয়েছিল।
নিউইয়ার্ক টাইমস অবলম্বনে