
করোনা সংক্রান্ত ভুয়া ভিডিও প্রচারের দায়ে ওয়ান আমেরিকা নিউজ ব্যান করল ইউটিউব
Author: BD FactCheck Published: November 28, 2020, 10:23 pm | Updated: November 28, 2020, 10:23 pm
সম্প্রতি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক নামে ডানপন্থী একটি চ্যানেলের কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত রেখেছে ইউটিউব কর্তৃপক্ষ। চ্যানেলটি অনলাইনে থাকবে, কিন্তু এক সপ্তাহের জন্যে উক্ত চ্যানেলকে নতুন ভিডিও আপলোড করতে দিবে না ইউটিউব। এছাড়া ইউটিউবের বিজ্ঞাপনী অংশীদারিত্ব থেকেও চ্যানেলটিকে সরিয়ে নেয়া হয়েছে।
এক্সিওসে আজ খবরটি এসেছে এবং পরে ইউটিউবের মূখপাত্র আইভি চৈ দ্য ভার্জকে এটি নিশ্চিত করেন। তিনি বলেন, “বিষয়টি সতর্কভাবে খতিয়ে দেখার পর আমরা ওয়ান চ্যানেল থেকে ভিডিওটি সরিয়ে দিয়েছি এবং ভুয়া তথ্য ছড়ানোর দায়ে দণ্ডিত করি। ভিডিওটিতে করোনার নিশ্চিত প্রতিকারের কথা প্রচার করা হচ্ছিল। ইউটিউবের মুখপাত্র আরো জানান, “এছাড়াও বারবার ইউটিউবের কোভিড সংক্রান্ত ভুয়া তথ্য নীতি এবং মনিটাইজেশন নীতি ভঙ্গ করায় উক্ত চ্যানেলের সাথে ইউটিউবের অংশীদারিত্ব ও আর্থিক চুক্তি স্থগিত করা হয়েছে।”
সাম্প্রতিক মার্কিন নির্বাচনে ভুয়া খবরের ব্যাপারে ফেসবুক-টুইটারের চেয়ে ইউটিউব কিছুটা কম কঠোর ছিল। যেমন, উক্ত চ্যানেলটি এর আগেও ইউটিউবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে একটি ভিডিও প্রকাশ করে। কিন্তু সে ব্যাপারে ইউটিউবকে শুরুতে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। অবশ্য এক্ষেত্রে ইউটিউব একটি ব্যাখ্যা দেয় যে “তারা মূলত বিশ্বাসযোগ্য মূলধারার খবরমাধ্যমের ক্ষেত্রে নজর রাখে”। কিন্তু করোনা নিয়ে চ্যানেলটি ভুয়া তথ্য দিলে ইউটিউব তখন ব্যবস্থা নেয়। ফলে ইউটিউবের সাথে বিজ্ঞাপনের পার্টনার হতে তাদের নতুন করে আবেদন করতে হবে। এছাড়া এরকম তিনটি নিষেধাজ্ঞা পেলে চ্যানেলটি একেবারে বন্ধ হয়ে যেতে পারে।
theverge.com অবলম্বনে