
খালেদা জিয়ার ভুয়া কোভিড টেস্ট রিপোর্ট ভাইরাল
Author: BD FactCheck Published: May 10, 2021, 1:29 pm | Updated: May 10, 2021, 1:32 pm
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কোভিড টেস্টের একটি প্রতিবেদন ভাইরাল হয়েছে যেখানে তাঁর জন্মদিন ৮ মে বলে দাবি করা হচ্ছে। বিডি ফ্যাক্টচেক- এর অনুসন্ধানে দেখা যাচ্ছে, ৮ মে জন্মদিন দাবি করা টেস্ট রিপোর্টটি ভুয়া। বেগম খালেদা জিয়ার কোভিড টেস্টের প্রতিবেদনের জন্ম তারিখ, বয়স, এবং রিপোর্ট নম্বর পরিবর্তন করে নকল কোভিড টেস্টের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন তার ফেসবুক টাইমলাইনে এই নকল কোভিড টেস্টের প্রতিবেদনের একটি স্ক্রিনশট শেয়ার দিয়ে লিখেন, “করোনা রিপোর্টে বিএনপির দেয়া তথ্যানুযায়ী বেগম জিয়ার জন্মদিন ৮মে ১৯৪৬।”

ফ্যাক্টচেক:
বিডি ফ্যাক্টচেক ল্যাবএইড ডায়াগোনস্টিক থেকে বেগম জিয়ার কোভিড প্রতিবেদনটি সংগ্রহ করেছে। পরবর্তীতে দুইটি টেস্ট রিপোর্ট পরীক্ষা করে দেখা যাচ্ছে শুধু জন্মতারিখ, বয়স, আর রিপোর্ট নম্বরটি পরিবর্তন করা হয়েছে। বেগম জিয়ার কোভিড টেস্ট রিপোর্টের বাকি সব বিষয় একই আছে।

রিপোর্ট নম্বর ও জন্ম তারিখ ভিন্ন: বিএনপি চেয়ারপার্সনের কোভিড টেস্টের যে রিপোর্টটি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে তাতে শুধু জন্ম তারিখ, বয়স আর রিপোর্ট নম্বরটি পরিবর্তন করা হয়েছে। ল্যাবএইড থেকে পাওয়া কোভিড টেস্ট রিপোর্টে জন্মতারিখ লেখা রয়েছে ১৫ অগাস্ট ১৯৪৬। আর যে রিপোর্টটি অনলাইনে ছড়ানো হয়েছে সেখানে জন্মতারিখ দেখা যাচ্ছে ৮ মে ১৯৪৬। প্রকৃতপক্ষে বেগম জিয়া এর আগে আর কোথাও ৮ মে জন্মতারিখ হিসেবে উল্লেখ করেননি। এছাড়া ল্যাব এইড থেকে পাওয়া রিপোর্টের নম্বর ১২১০৫৯৫৮৩৫৮। আর যে রিপোর্টটি অনলাইনে ছড়ানো হয়েছে সেটির রিপোর্ট নম্বর হচ্ছে ১২১০৫৯৫৮৫৩৫। এখানে দেখা যাচ্ছে টেস্ট রিপোর্ট দুইটির নম্বর আলাদা। সেক্ষেত্রে রিপোর্ট দুইটির অন্যান্য বিষয় যেমন ইনভয়েস নম্বর ও বারকোড নম্বর আলাদা হতো। কিন্তু এক্ষেত্রে তেমনটি হয়নি। অর্থাৎ বেগম জিয়ার কোভিড টেস্ট রিপোর্টের অন্যান্য বিষয় যেমন ইনভয়েস নম্বর ও বারকোড একই।
বারকোড একই: বারকোড চেকার ও স্ক্যানডিট দিয়ে দুইটি কোভিড টেস্টের রিপোর্টের এইচএন বারকোডটি স্ক্যান করে দেখা হয়েছে। এতে দেখা যাচ্ছে দুইটি রিপোর্টের বারকোড একই। অনলাইনে ছড়ানো টেস্ট রিপোর্টটির নম্বর যেহেতু ভিন্ন সেহেতু বারকোডও ভিন্ন হওয়ার কথা ছিলো। কিন্তু এখানে তেমনটি হয়নি। অর্থাৎ বেগম খালেদা জিয়ার কোভিড টেস্টের যে রিপোর্টটি অনলাইনে দেখা যাচ্ছে সেটি আসলে নকল।
একই ইনভয়েস নম্বর: ল্যাব এইড থেকে সংগৃহিত টেস্ট রিপোর্ট এবং অনলাইনে ছড়ানো টেস্ট রিপোর্টের ইনভয়েস নম্বর একই (ভি২১০৫০০৬৪২৮)। অনলাইনে ছড়ানো টেস্ট রিপোর্টটির নম্বর যেহেতু ভিন্ন সেহেতু ইনভয়েস নম্বরও ভিন্ন হতো। কিন্তু এখানে তেমনটি হয়নি। অর্থাৎ ৮ মে তে জন্মদিন দাবি করা বেগম খালেদা জিয়ার কোভিড টেস্ট রিপোর্টটি ভুয়া।
সিদ্ধান্ত: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কোভিড টেস্ট রিপোর্টে জন্মদিন হিসেবে ১৫ আগস্ট ১৯৪৬ সালই লেখা হয়েছে। এছাড়া অনলাইনে ৮ মে ১৯৪৬ উল্লেখ করা যে রিপোর্টটি ঘুরছে তা ভুয়া।
তথ্যসূত্র:
ল্যাবএইড ডায়াগোনস্টিক, ধানমন্ডি
স্ক্যানডিট
বারকোড চেকার
ফেসবুক