
গুগল কি ফিলিস্তিনকে তাদের ম্যাপ থেকে মুছে দিয়েছে?
Author: BD FactCheck Published: July 17, 2020, 12:14 pm | Updated: July 17, 2020, 12:33 pm
যা দাবি করা হচ্ছে:
“গুগল তাদের ম্যাপ থেকে ফিলিস্তিনকে মুছে দিয়েছে।”
যেখানে দাবি করা হচ্ছে:
টুইটারে #FreePalastine হ্যাশট্যাগ দিয়ে অনেক টুইটে দাবি করা হচ্ছে “গুগল তাদের ম্যাপ থেকে ফিলিস্তিনকে মুছে দিয়েছে।
কিছু মূলধারার গণমাধ্যমেও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে।
ফ্যাক্টচেক:
গুগল ম্যাপে কখনোই Palestine নামে কোনো দেশ ছিল না। তবে palestine লিখে সার্চ দিলে গাঁজা এবং ওয়েস্ট ব্যাংক লেখা দেখা যায় যা ফিলিস্তিনের দুইটি ভুখন্ড। যারা দীর্ঘদিন ধরে গুগল ম্যাপ ব্যবহার করেন, তারা হয়তো আগেই প্যালেস্টাইন এর বিষয়টা খেয়াল করেছিলেন।
গুগল ম্যাপ থেকে ফিলিস্তিন মুছে ফেলার দাবিটি প্রথম করা হয়েছিলো ২০১৬ সালে। ছোট একটি বাগ (প্রোগ্রামিংয়ের ত্রুটি)- এর কারনে গাজা এবং ওয়েস্ট ব্যাংকের নাম দেখা যাচ্ছিল না গুগল ম্যাপে। তবে খুব দ্রুত সেই ত্রুটি সারিয়ে ফেলা হয়েছিল। তখন গুগল এর ব্যাখ্যাও দিয়েছিলো। তারা বলেছিলো, “গুগল ম্যাপে কখনও ‘Palestine’ নামে কোনো লেভেল ছিলো না। যদিও আমরা একটা বাগ দেখতে পাই যেটার কারণে ম্যাপে ওয়েস্ট ব্যাংক এবং গাজা লেখা দুটি দেখা যাচ্ছিলো না। আমরা দ্রুতই সেই ত্রুটি সারিয়ে ফেলি।”
বর্তমান ফিলিস্তিনের সংবিধান অনুযায়ী, গাজা সিটি, ওয়েস্ট ব্যাংক এবং জেরুজালেম নামের তিনটা বিচ্ছিন্ন অঞ্চল নিয়ে স্বাধিন ফিলিস্তিন গঠিত হবে । জেরুজালেম এখন আছে ইসরাইল সরকারের অধীনে। ওয়েস্ট ব্যাংক আছে ফাতাহ নামক রাজনৈতিক দলের নিয়ন্ত্রনে আর গাজা আছে হামাস নামক রাজনৈতিক দলের নিয়ন্ত্রনে।
জাতিসংঘ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। তবে ইউনেস্কো, ফিফা সহ বিভিন্ন সংস্থা দেশ হিসেবেই গণ্য করে ফিলিস্তিনকে।
তথ্য সূত্র:
সিদ্ধান্ত:
গুগল ম্যাপে ‘Palestine’ কখনও ছিলো না। শুরু থেকেই গাজা এবং ওয়েস্ট ব্যাংক নামক দুটি ভুখন্ড ছিলো এবং এখনও আছে।