ফ্যাক্টচেক

অসত্য

ফ্যাক্টচেক

August 27, 2020, 1:55 pm

Updated: September 4, 2020, 5:34 pm

গুগল সার্চ আসলেই বলে দিচ্ছে করোনা এবং করোনায় মৃতের সংখ্যা ভুয়া?

Author: BD FactCheck Published: August 27, 2020, 1:55 pm | Updated: September 4, 2020, 5:34 pm

সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু পোস্ট ছড়িয়েছে যেখানে গুগল অনুসন্ধানের ফলাফলের উপর ভিত্তি করে করোনা মহামারীকে অবাস্তব বলা হচ্ছে। 

বলা হচ্ছে গুগলে যেকোন তিন ডিজিটের সংখ্যার সাথে “new cases” লিখলেই উক্ত তিন ডিজিটযুক্ত কোন না কোন করোনা সংক্রান্ত খবর আসছে। তাই এই করোনা ভাইরাসকে  ‘ভাওতাবাজি’ দাবি করে একজন তার ফেসবুক পোস্টে দাবি করেন, গুগলের এই সার্চ সিস্টেম #Event201 এ পরিকল্পনার অংশ অনুযায়ী এটা মিডিয়া ম্যানিপুলেশনের অন্যতম দৃষ্টান্ত। দেখুন। 

আরেকটি পোস্টে একজন দাবি করে, “করোনার ব্যাপারে গুগল মিথ্যা বলছে। করোনা একটি ক্ষতিকর ভাইরাস হলেও মৃতের সংখ্যাগুলো ভুয়া। কেবল পাগল হলেই এসব লোকে শেয়ার করে।” দেখুন, 

আরেকজন লিখেছেন, ‘’করোনায় আক্রান্তের সংখ্যা নিয়ে মিথ্যা বলা হচ্ছে। হ্যা, এটা ঠিক যে এটা একটি খারাপ ভাইরাস, কিন্তু সংখ্যাগুলো সত্য নয়।’’  

আরো অনেকে করোনা মহামারির মৃত্যুর সংখ্যা নিয়ে এমন পোস্ট করেছেন। দেখুন, এখানে এখানে এখানে

কিন্ত ‘গুগল সার্চ এর ফলাফল প্রমান করেছে করোনাভাইরাস ভাওতাবাজি বা করোনায় আক্রান্তের সংখ্যাগুলো মিথ্যা’ এই দাবী একেবারেই সত্য নয়। বরং গুগলের এমন সার্চ উল্টো প্রমান করছে করোনা কিভাবে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যা গুগলের সার্চ ইঞ্জিন অ্যালগরিদমের কারনে জানা যাচ্ছে।  

 নভেল করোনা ভাইরাস একটি মহামারিতে পরিনত হয়েছে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা  দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখুন। 

ভাইরাসটি প্রথম প্রকাশ্যে আসার পর থেকেই জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এটার পরিসংখ্যান রাখছিল এবং তারা এ পর্যন্ত বিশ্বের ১৮৮ দেশে প্রায় ২২ মিলিয়ন লোক করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে। ১০ লাখের মত লোক মৃত্যুবরণ করেছে এবং করোনা নিয়ন্ত্রণ করতে লকডাউনের মত অন্যান্য শক্ত পদক্ষেপ নেয়ার কারণে কোটি কোটি মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়েছে। দেখুন। 

ফলে স্বাভাবিকভাবেই কয়েক মাস ধরে সমগ্র বিশ্বে করোনাভাইরাস সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে থেকেছে। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলের পাশাপাশি জাতীয় এমনকি স্থানীয় পর্যায়ের করোনা আক্রান্তদের সংখ্যা উঠে এসেছে। স্বভাবতই খবর এবং আক্রান্তের সংখ্যা এত বেশি হয়েছে যে যেকোন তিন ডিজিটের সংখ্যাকে কিছুটা পরিবর্তন করে দিলেই সে সংক্রান্ত খবর প্রথমে চলে আসছে।

এ ব্যাপারে গুগলের মতে, সার্চ ইঞ্জিনটির উদ্দেশ্য হচ্ছে ‘’সবচেয়ে উপযোগী তথ্যের সাথে আপনাকে যত দ্রুত সম্ভব যুক্ত করা।’’ দেখুন

তারা বলে, “তাদের স্বয়ংক্রিয় সিস্টেম আছে যার মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ওয়েবপেজের তালিকা থেকে সার্চ করা শব্দের সাথে মিলিয়ে খুজে দ্রুত ফলাফল বের করে আনে। এছাড়া কোন খবরগুলো আগে আসবে সেটিও নির্ধারিত হয় অনেকগুলো ফ্যাক্টর দ্বারা যার ফলে সার্চকারী তার প্রয়োজনীয় তথ্য জলদি পেয়ে যান”।   

এরকম অসংখ্য ফ্যাক্টরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কন্টেন্টটি সাম্প্রতিক কী না, কন্টেন্টটি কতবার দেখা হয়েছে এবং পেজটির ব্যাপারে ব্যবহারকারীদের ইতিবাচক রিভিউ আছে কী না। দেখুন,

তাই তিন ডিজিটের যেকোন কোন সংখ্যার সাথে “new cases” লিখলেই যে এ সংক্রান্ত খবরগুলো আসছে তার কারন এই ফ্যাক্টরগুলো। যার ফলে এ সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু করোনা নিয়ে উক্ত সংখ্যার সাথে মিল থাকা খবরগুলোই আগে আসছে।

সিদ্ধান্তঃ

অসত্য। যেকোন তিন ডিজিটের সংখ্যা দিয়ে সার্চ করলে করোনা সংক্রান্ত যে খবর গুগলে আসছে তা তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন এলগরিদম প্রযুক্তি এবং সারা দুনিয়ায় করোনার ভয়াবহতার তীব্রতার কারনে।

প্রতিবেদনটি  রয়টার্সে ফ্যাক্ট চেক থেকে বিডি ফ্যাক্টচেক কর্তৃক অনূদিত







Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *