পাবলিক ফিগার

পাবলিক ফিগার

January 7, 2021, 12:43 pm

Updated: January 7, 2021, 12:43 pm

ট্রাম্পের একাউন্ট লক করলো ফেসবুক ও টুইটার

Author: BD FactCheck Published: January 7, 2021, 12:43 pm | Updated: January 7, 2021, 12:43 pm

মার্কিন কংগ্রেস ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট ব্লক করেছে সামাজিক যোগাযোগের এই দুই মাধ্যম।

ক্যাপিটল হিলে হামলার পিছনে অনলাইনে প্রচারণার দায় রয়েছে এবং ফেসবুক ও টুইটার তা সামাল দিতে ব্যর্থ হয়েছে বলে সমালোচনা শুরু হলে কোম্পানী দুটি এই পদক্ষেপ নেয়।

এর ফলে ট্রাম্প তার ৮৮ মিলিয়ন টুইটার ফলোয়ার ও ৩৫ মিলিয়ন ফেসবুক ফলোয়ারের উদ্দেশ্যে এখন আর কোন পোস্ট করতে পারবেন না। টুইটার জানিয়েছে আগামী ১২ ঘন্টা ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট লক থাকবে এবং মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের কিছু টুইট ও ক্যাপিটলে হামলায় প্ররোচনা দেয়া টুইট তিনি না সরালে প্রয়োজনে অ্যাকাউন্টটি স্থায়ীভাবেও লক করা দেয়া হতে পারে।

কারণ হিসেবে ট্রাম্প তাদের কোম্পানীর নীতি লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে কোম্পানীটি। টআম্পের তিনটি টুইটও তারা সরিয়ে নিয়েছে। পরবর্তীতে ফেসবুকও দুটি পোস্টে তাদের নীতি ভঙ্গ করার কারণে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্য লক করে দেয়। ট্রাম্পের পোস্ট করা একটি ভিডিও ক্লিপও ফেসবুক সরিয়ে দিয়েছে।

ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের সাইট ইনস্টাগ্রামও আগামী ২৪ ঘন্টা ডোনাল্ড ট্রাম্পের প্রোফাইল লক করে রাখবে বলে জানিয়েছে। সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক অপপ্রচারের মধ‌্যে ফেসবুক ও টুইটারের এই পদক্ষেপ নজীরবিহীন। দীর্ঘদিন থেকেই সমালোচকেরা ট্রাম্পের অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমগুলোর নিষ্ক্রিয়তার জন্য কোম্পানীগুলোর সমালোচনা করে আসছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *