
ট্রাম্পের করোনা ভাইরাস আক্রান্ত হওয়া নিয়ে যত গুজব
Author: BD FactCheck Published: October 6, 2020, 7:26 pm | Updated: October 14, 2020, 9:11 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়া এবং চিকিৎসা সংক্রান্ত একাধিক ভিত্তিহীন খবর এবং ষড়যন্ত্র-তত্ত্ব ছড়িয়ে পড়েছে। তার মধ্যে অনেকগুলো রাজনৈতিক উদ্দেশ্য থেকে ছড়ানো। পাশপাশি হোয়াইট হাউজ থেকে নানান পরস্পরবিরোধী তথ্য দেয়ায় ভিত্তিহীন খবরগুলো প্রতিরোধে কোন ইতিবাচক ভূমিকা রাখা যায়নি।
সঠিক তথ্যের অভাবের কারণে নতুন নতুন অযাচাইকৃত তথ্য সাধারণ মানুষের আলোচনায় জায়গা করে নিয়েছে। চলুন দেখে নেয়া যাক ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়া নিয়ে ছড়ানো কিছু ভুল তথ্য এবং ষড়যন্ত্র-তত্ত্বের উদাহরণ-
ট্রাম্পের সংক্রমণ ‘ষড়যন্ত্র’, ডিবেটে হাজির তার ‘বডি ডাবল’:
ট্রাম্পের সমর্থকদের অনেকে, এমনকি বেশ কিছু ভেরিফায়েড টুইটার একাউন্ট থেকে দাবি করা হয়েছিল যে, চলতি নির্বাচন-বিতর্কে অংশগ্রহণকালে ট্রাম্পকে পরিকল্পনা করে করোনায় সংক্রমিত করা হয়েছে।
যদিও এই দাবি ধোপে টিকেনি। কারণ ট্রাম্পের উক্ত বিতর্কের আগেই হোয়াইট হাউজের অনেক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
উল্টোদিকে বলা হচ্ছে, তিনিও উক্ত বিতর্ক অনুষ্ঠানের আগেই করোনা আক্রান্ত হয়েছেন। তবে তার অসুস্থ্যতা কথা জানানো হয়নি। এমনকি এরকম দাবিও আছে যে, তার সর্বশেষ বিতর্কে মূলত তিনি নিজে হাজির ছিলেন না, তার মতো দেখতে আরেক ব্যক্তিকে (বডি ডাবল) হাজির করা হয়েছিল।
এরকম দাবিগুলো মূলত ট্রাম্পের বিরোধীপক্ষ অর্থাৎ ডেমোক্রেটিকদের হাজার হাজার টুইটে পাওয়া।
প্রসঙ্গত, ‘বডি ডাবল’ ষড়যন্ত্র-তত্ত্বটি এর আগে হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণার সময়েও করা হয়েছিল।
বাইক-চালকদের ট্রাম্পের জন্যে ‘করজোড়ে প্রার্থনা’র খবর
একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বেশ কয়েকজন বাইক-চালক ট্রাম্পের জন্যে ওয়াশিংটনে প্রার্থনা করছেন। কিন্তু জানা যায়, এটি এই সময়ের তো নয়ই, ছবিটি আমেরিকারও নয়। এটি মূলত টিকটক-এ গত ২৯ আগস্ট আপলোড করা একটি ভিডিও; যা ধারণ করা হয় দক্ষিণ আফ্রিকায়।
এ ব্যাপারে একটি বিস্তারিত ফ্যাক্টচেক
ট্রাম্পের ‘গোপন’ অক্সিজেন সিলিন্ডার
ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার পর আরেকটি গুজব ছড়ায় যে, তিনি শুক্রবার হোয়াইট হাউজ ত্যাগ করার সময়ে গোপন অক্সিজেন সিলিন্ডার সাথে নিয়েছিলেন।
ট্রাম্প-বিরোধী শিবিরে একটি ছবি বেশ ভাইরাল হয় যেখানে দাবি করা হয়, ট্রাম্পের সাথে কোন একটি ‘ডিভাইস’ তারা দেখেছেন যা দিয়ে বুঝা যায় তিনি মূলত বেশ অসুস্থ্য এবং সিলিন্ডারে অক্সিজেন বহন করছেন যা হোয়াইট হাউজ কর্তৃপক্ষ লুকানোর চেষ্টা করছে।
আরেকটি ভিত্তিহীন খবরও কেউ কেউ দেয়ার চেষ্টা করেছে। গত সপ্তাহের বিতর্কে জো বাইডেনের কানের ইয়ারপিস দিয়ে তাকে বাইরে থেকে সাহায্য করা হয়েছিল। এটি মূলত ট্রাম্প সমর্থকরা ফেসবুকে নানাভাবে প্রচার করে।
এছাড়াও ট্রাম্পের করোনা নাকি আসলে ভণিতা- বলেও দাবি আছে বেশ কিছু হাই-প্রোফাইল বিরোধীদের সামাজিক মাধ্যমে একাউন্টে।
ট্রাম্পের আর্থিক সহযোগিতা দাবির ভুয়া মেইল:
ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার পর একটি ইমেইল ভাইরাল হয় যেখানে ট্রাম্প আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন বলে দাবি করা হয়।
ইমেইলটির একটি অংশে লেখা রয়েছে- “প্রেসিডেন্ট ট্রাম্প আপনাদের কাছে একটি সাহায্য চায়। তার করোনা থেকে মুক্তি পেতে আপনি কি তাকে আর্থিক সাহায্য করতে পারেন?”
যদিও ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয় এটি একটি ভিত্তিহীন গুজব। দেখুন এখানে ।
‘দ্য সিম্পসন’ নাটকে ট্রাম্পের মৃত্যুর পূর্বাভাস:
বিখ্যাত মার্কিন টিভি সিরিজ ‘দ্য সিম্পসন’ এর নামে একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ট্রাম্প-সদৃশ একটি কার্টুন চরিত্র কফিনে ঢুকে আছে। বলা হচ্ছে, এই সিরিজে বেশ আগেই ট্রাম্পের মৃত্যুর পূর্বাভাস দেয়া ছিল। যদিও এই দাবিটি পুরানো এবং আসল সিরিজটিতে এমন কোন ছবি নেই।
সামাজিক মাধ্যমে কিভাবে ভুয়া তথ্য চিহ্নিত করবেন?
১.
সবার আগে দেখুন তথ্যটি পক্ষপাতদুষ্ট কীনা। তাহলে কেন এই পোস্ট শেয়ার হল? কারন নির্বাচন মৌসুম।
২.
তথ্যটি জানার পর আপনার কেমন অনুভব হচ্ছে? ভয়-রাগ-অভিমান-বিভ্রান্তি তৈরি করছে কিন্তু মূলধারার খবরমাধ্যমে প্রকাশিত কোন খবর হলে সেরকম আবেগের বহিঃপ্রকাশ থাকবে না। অন্যথায় তা শেয়ার করে অন্যদের জানানোর আগে ভাবুন।
৩.
তথ্যের উৎসকে প্রশ্ন করুন। কে সেটি পোস্ট করল? যদি সে ব্যাপারে পরিস্কার ধারণা না থাকে তবে সেটিকে সম্ভাব্য ভুয়া খবর হিসেবে আমলে নিন।
বিবিসি ও পলিটিফ্যাক্ট অবলম্বনে।