
ট্রাম্পের নামে ভাইরাল চিঠিটি ভুয়া
Author: BD FactCheck Published: January 21, 2021, 3:13 pm | Updated: January 21, 2021, 3:13 pm
ফেসবুক-টুইটারে ট্রাম্পের একটি চিঠি ভাইরাল হয়েছে যেখানে হোয়াইট হাউজের একটি প্যাডে লেখা, “Joe, you know I won”। কিন্তু বিডি ফ্যাক্টচেক যাচাই করে দেখেছে, ছবিটি ভুয়া। এরকম কিছু পোস্ট নিচে দেয়া হল:


আন্তর্জাতিক সংবাদমাধ্যম অনুযায়ী ট্রাম্প কর্তৃক জো বাইডেনকে লিখিত চিঠিটি এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে জো বাইডেন বলেন, ট্রাম্পের লিখিত চিঠিটি ব্যক্তিগত এবং এই বিষয়ে তিনি কিছু বলবেন না। এছাড়া আরেকটি খবরে জানা যায়, হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি Judd Deere জানিয়েছেন যে চিঠির ব্যাপারে কিছুই তারা প্রকাশ করতে রাজি নন।
এছাড়া ভাইরাল হওয়া চিঠিটিতে কোনো সূত্রের উল্লেখ নেই। যদি কোনোভাবে সেই অপ্রকাশিত চিঠিটি ফাঁস হয়েও থাকে তাহলে কিভাবে ফাঁস হলো সে ব্যাপারে কিছুই উক্ত চিঠির সাথে সংযুক্ত করা হয়নি।
তাছাড়া একইরকম অনেকগুলো কল্পিত চিঠি একাধিক সামাজিক মাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। দেখুন এমন একটি মিম–
এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশিত হয় নিউজ এইটিনে।

যেহেতু ডোনাল্ড ট্রাম্প বিজয়ী জো বাইডেনকে চিঠি লিখবেন বলে মূলধারার সংবাদমাধ্যমে নানা খবর চাউর হয়েছিল, ফলে সেটি তৎক্ষণাৎ নানা কল্পনা-জল্পনার জন্ম দেয়। তার পরিপ্রেক্ষিতে অনেকে ব্যাঙ্গাত্মক চিঠি তৈরি করে মিম আকারে প্রকাশ করেন।
এর বাইরেও সামাজিক মাধ্যমে প্রচার করা ট্রাম্পের চিঠিটিতে বেশ কিছু অসংগতিও লক্ষ্য করা যায়। প্রথমত কল্পিত চিঠিটির শুরুতে ব্যবহৃত মনোগ্রামটির সাথে হোয়াইট হাউজ থেকে লিখিত অফিশিয়াল চিঠিগুলোর মনোগ্রামের একাধিক অমিল পাওয়া যাচ্ছে। হোয়াইট হাউজের অফিশিয়াল কিছু চিঠির নমুনা দেখুন এখানে এবং এখানে।
এছাড়া মিলছে না হোয়াইট হাউজ থেকে প্রকাশিত চিঠিতে ব্যবহৃত তারিখের প্যাটার্নও।

হোয়াইট হাউজ থেকে প্রকাশিত চিঠিগুলোর সবগুলোতে ট্রাম্পকে ডানপাশে স্বাক্ষর করতে দেখা গেলেও ভাইরাল চিঠিতে স্বাক্ষরটি বামপাশে বসানো। এছাড়া চিঠিটিতে ব্যবহৃত স্বাক্ষরটি পুরানো যা ২০১৫ সালের দিকে ট্রাম্প ব্যবহার করতেন। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের স্বাক্ষরে কিছু পরিবর্তন এসেছে।
তাছাড়া ভাইরাল হওয়া চিঠিটির নিচে হোয়াইট হাউজের ঠিকানা যুক্ত করা থাকলেও আসল চিঠিগুলোতে এমন কোনো ঠিকানার উল্লেখ থাকেনা।
উল্লেখিত বিষয়গুলোর আলোকে নিশ্চিত হওয়া যায় যে, সদ্যবিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া চিঠিটি ভুয়া।