
তুরস্ক ও পাকিস্তানের সৈন্য কি ফিলিস্তিনের পথে?
Author: Zahed Arman Published: May 15, 2021, 10:43 am | Updated: May 15, 2021, 10:44 am
আল জাজিরাকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে ”ফিলিস্তিনের পথে তুর্কি ও পাকিস্তানী সৈন্য। আগামিকাল বিমান বাহিনী প্রেরণ করার কথা সৌদি আরবের।” বিডি ফ্যাক্টচেক-এর অনুসন্ধানে এমন দাবির সত্যতা পাওয়া যায়নি।
যেখানে ছড়ানো হচ্ছে:
বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পোস্টে এই ছবিগুলো পোস্ট করে দাবি করা হচ্ছে, “ফিলিস্তিনের পথে তুর্কি ও পাকিস্তানী সৈন্য। আগামিকাল বিমান বাহিনী প্রেরণ করার কথা সৌদি আরবের। আল্লাহ তুমি এই বীর সেনাদের কবুল করো। মুসলমানদের রক্ষা করো।”
এছাড়া, ZAKI MOMENTS নামক একটি ইউটিউব চ্যানেল থেকেও একই দাবি করা হচ্ছে। এই চ্যানেলটি থেকে মে ১০ তারিখে “তার্কিশ শোলজার্স অন দেয়ার ওয়ে টু প্যালেস্টাইন” শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয়। দেখুন ভিডিওটি:
ফ্যাক্টচেক:
আল জাজিরার ইংরেজি এবং আরবি দুই ভার্সনেই “তার্কিশ শোলজার্স অন দেয়ার ওয়ে টু প্যালেস্টাইন” শিরোনামের কিওয়ার্ডগুলি বিভিন্নভাবে সার্চ করা হয়েছে। কিন্তু এ সম্পর্কিত কোনো সংবাদ আল জাজিরার ওয়েবসাইটে পাওয়া যায়নি।

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে সার্চ করেও এ সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।
প্রথম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে পাওয়া যায় এটি ২০১৮ সালের ২২ জুলাইয়ের। তুর্কি সশস্ত্র বাহিনী (টিএসকে) এবং মার্কিন সশস্ত্র বাহিনী ইউফ্রেটিস শিল্ড অপারেশন এবং মিউনিখের মধ্যবর্তী অঞ্চলে ১৮ তম সমন্বিত/স্বাধীন টহল পরিচালনা করার সময়কার ছবি এটি।
দ্বিতীয় ছবিটি ২০১৮ সাল থেকেই অনলাইন জগতে আছে। ওইবছরের ২৩ সেপ্টেম্বর সৌদি আরবের ৮৮ তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষ্যে সৌদি বিমানবাহিনীর এফ-১৫ সি, এফ -১৫ এস টর্নেডো এবং ইউরোফাইটার টাইফুন বিমানগুলো তাদের দেশের পতাকার রঙে রাঙানো হয়েছিলো। ওই সময়কার ছবিকে বর্তমান সময়ের বলে চালিয়ে দিচ্ছে অনলাইনে।
তৃতীয় ছবিটি রাশিয়ার একটি সামরিক প্যারেডের নাইট রিহার্সেলের ছবি। রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭৬ তম বার্ষিকী পালন উপলক্ষ্যে এই সামরিক প্যারেডের আয়োজন করছিলো। বিস্তারিত:
সিদ্ধান্ত:
তুরস্ক ও পাকিস্তানের সৈন্যরা ফিলিস্তিনের পথে শীর্ষক যে দাবিটি করা হচ্ছে তা ভুয়া। আদতে এ ধরণের কোনো ঘটনা ঘটে নি।