
ধর্ষণবিরোধী আন্দোলন: সামাজিক মাধ্যমে গুজবের ছড়াছড়ি
Author: BD FactCheck Published: October 7, 2020, 6:00 pm | Updated: October 7, 2020, 7:51 pm
দিনভর ধর্ষণবিরোধী আন্দোলনের বিভিন্ন ভুয়া ছবি এবং তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। এসব তথ্যে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। বিডি ফ্যাক্টচেক-এর কাছে অনেকে এর সত্যতা যাচাইয়ের অনুরোধ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এরকম কয়েকটি গুজব এখানে তুলে ধরা হল।
১। ” Fuck করবি যত পারো, তারপরও গদি ছাড়ো। ছিঃ ছিঃ হাছিনা, লজ্বায় বাচিনা” — এমন স্লোগানওয়ালা একটি পোস্টার নিয়ে এক তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এই ছবিতে।

ছবিটাকে ঘুরতে দেখা যাচ্ছে ফেসবুকের বিভিন্ন জনের ওয়ালে । যেমন, এখানে এবং এখানে ।
ছবিটার দিকে একটু ভাল করে তাকালে দেখা যায়, স্লোগানের মধ্যে তুই/তুমির ব্যবহারে গরমিল লক্ষনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বানান লেখা হয়েছে ‘হাছিনা’ । লজ্জা বানানটা লেখা হয়েছে ‘লজ্বা’ । বিডিফ্যাক্টচেক মূল ছবিটা খুঁজে বের করেছে। মূল ছবির পোস্টারে লেখা ছিল, ‘বাহ পুলিশ চমৎকার, ধর্ষকদের পাহারাদার’। মূল ছবি ক্রপ করে, এরপরে সাইড মিরর ইমেজিং করে লেখাগুলো পরিবর্তন করা হয়েছে।
দেখুন মাত্র কয়েকটি ধাপে কিভাবে এই ছবি এডিট করা হয়েছিল।





২। ”Fuck me ,তবুও শেখ হাসিনার পথন চাই” –লেখা আরেকটি পোস্টার নিয়ে আরেক তরুণীকে দেখা যাচ্ছে পল্টন মোড়ে (সম্ভবত) বসে থাকতে।

” Fuck me, তবুও ” লাইন দুইটার আশেপাশে দেখুন, সাদা রঙের একটা শেড দেখা যাচ্ছে। আশেপাশে এই জিনিস নাই। ”পথন চাই” লাইন নিয়েও সন্দেহ আছে বানান ভুলের কারনে। এমন ভুল বানান ওয়ালাপোস্টার নিয়ে কেউ পোজ দিতে চাইবে না ।
এই ছবিকেই আসল ভেবে শেয়ার হতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। যেমন

মূল ছবিতে এই তরুণীর হাতের পোস্টারে ”ধর্ষকদের পাহারাদার , এ সরকার আর না” লেখা দেখা গিয়েছে।