
না, ভারতীয় জেনারেল চীনাদের কাছে আত্নসমর্পনের প্রতিবাদে গোঁফ কামান নাই
Author: Zahed Arman Published: May 28, 2020, 3:24 am | Updated: May 28, 2020, 10:57 am
যা দাবি করা হচ্ছে:
ভারতীয় জেনারেল (অব.) জি.ডি. বকশী লাদাখে ভারতীয় সেনাবাহিনীর অবমাননা এবং চীনা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের প্রতিবাদে গোঁফের একটি অংশ কামিয়ে ফেলেছেন।
যেভাবে ছড়ানো হচ্ছে:
Bleed Green নামক একটি টুইটার একাউন্ট থেকে এই গুজব ছড়ানো হচ্ছে। টুইটটি পোস্ট করা হয় ২৬ মে তারিখ বেলা ১টা ২৭ মিনিটে। টুইটে দাবি করা হয়, “Indian Retd. General G.D Bakshi shaves his one mustache in protest after Indian army humiliation and surrender to Chinese army in #Ladakh“। সেখান থেকে টুইটটির স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগােযাগ মাধ্যমে।

ফ্যাক্টচেক:
ভারতীয় জেনারেল (অব.) জি.ডি. বকশীর যে ছবিটিতে তিনি গোঁফ কামিয়ে ফেলেছেন বলে দাবি করা হচ্ছে সেই ছবিটি এডিট করা। ছবিটিতে সংবাদ সংস্থা এএনআই-এর লোগো দেখা যাচ্ছে। সংবাদ সংস্থাটিতে এই ছবিটি ব্যবহার করা হয়েছে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি। তার মানে Bleed Green যে ছবিটি ব্যবহার করেছে তা সাম্প্রতিক লাদাখে ভারতীয় এবং চীনা সেনাবাহিনীর মধ্যকার উত্তেজনার সময়কার নয়।
ব্লিড গ্রিন টুইটার একাউন্টে তাদের পরিচয় সম্পর্কে বলেছে, “Bleedgreen is a platform to aware Pakistani Nation on every leading issue and to applaud the talent of Pakistan”. এখানে প্লাটফর্মটির একটি ওয়েরসাইটের ঠিকানা দেয়া আছে কিন্তু সেটিতে প্রবেশ করা যায় না। টুইটার একাউন্টটির অন্যান্য টুইট দেখলেও বোঝা যায় এটি পাকিস্তানীদের পক্ষে একটি প্রপাগান্ডা মেশিন হিসেবে কাজ করে যা তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে।
এছাড়া পোস্টটিতে চীনা সৈন্যদের কাছে ভারতীয় সৈন্যদের যে পরাজয়ের কথা বলা হয়েছে তাও কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে প্রমানিত নয়। বিবিসি জানাচ্ছে, ভারতের উত্তর সীমান্তে লাদাখে চীনের অগ্রযাত্রা ও বাড়তি সেনা মোতায়েনকে কেন্দ্র করে দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে গত কয়েকদিনে দুদেশের নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন স্থানে দুদেশের সেনারা সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে। বিবিসি আরও জানাচ্ছে, “দুপক্ষেই বেশ কয়েক ডজন সৈন্য আহত হয়েছেন, এমন কী কয়েকজন ভারতীয় সেনাকে চীন বেশ কিছুক্ষণ আটকে রেখেছিল বলেও রিপোর্ট হয়েছে – যদিও ভারত পরে তা অস্বীকার করেছে।”
ফ্যাক্টচেক প্রক্রিয়া:
সংসাদ সংস্থা এএনআই
গুগল রিভার্স ইমেজ সার্চ
সিদ্ধান্ত:
ভারতীয় জেনারেল (অব.) জি.ডি. বকশী লাদাখে ভারতীয় সেনাবাহিনীর অবমাননা এবং চীনা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের পরে প্রতিবাদে গোঁফের একটি অংশ কামিয়ে ফেলেছেন ফেলেছেন বলে যা দাবি করা হচ্ছে তা অসত্য।
Nice
Thanks