
নোবেল বিজয়ী ড. ইউনুস-এর নামে ভুয়া উক্তি
Author: BD FactCheck Published: February 10, 2021, 8:12 pm | Updated: February 13, 2021, 5:53 pm
”আল জাজিরা যে প্রতিবেদন তৈরী করতে ২ থেকে ৪ বছর সময় নিল সেই প্রতিবেদন ভিত্তিহীন বলতে বাংলাদেশের সাংবাদিকেরা ২ থেকে ৪ ঘন্টা সময় নিল, সত্যিই এটা বাংলাদেশের জন্য লজ্জাকর” এই বক্তব্যটি নোবেল বিজয়ী বাংলাদেশী ড. মুহাম্মদ ইউনুসের নামে সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে পোস্ট করে ছড়ানো হচ্ছে।
কিন্তু কোন পোস্টেই বক্তব্যটির সূত্র উল্লেখ করা হয়নি, অথবা কোথায় কবে তিনি এই মন্তব্য করেছেন তাও উল্লেখ করা হয়নি।
এ সংক্রান্ত একটি পোস্টের স্ক্রিনশট দেখুন-

বিডি ফ্যাক্টচেক যাচাই করে দেখেছে যে ড. ইউনুস এমন মন্তব্য করেছেন বলে জাতীয় কোন মূলধারার সংবাদমাধ্যমে কোন খবর প্রকাশ হয়নি।
সেই সাথে ড. ইউনুসের ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন মন্তব্য সম্বলিত কোন পোস্ট পাওয়া যায়নি।
ড. মুহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক মহলে পরিচিত ব্যক্তিত্ব বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে লজ্জিত হয়ে কোন মন্তব্য করলে তা অবশ্যই কোন না কোন সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতো।