
পীর হাবিবের নামে ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে
Author: BD FactCheck Published: October 9, 2019, 1:01 pm | Updated: January 17, 2021, 1:06 am
“হোটেলে সাংবাদিক পীর হাবিবুর রহমানের উলঙ্গ নাচের ভিডিও” দাবি করে একটি ভিডিও গত দুই দিন ধরে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। ইউটিউবেও কয়েকটি বাংলাদেশি চ্যানেলে ভিডিওটি আপলোড হয়েছে গত দুই দিনে। সব জায়গায় একই ভিডিও ব্যবহার করা হলেও নানান “তথ্য” যোগ করা হয়েছে। তবে মূলকথাটি হলো “হোটেলে সাংবাদিক পীর হাবিবুর রহমান বিদেশি হোটেলে নারী সঙ্গীদের সাথে অর্ধউলঙ্গ হয়ে নৃত্য করেছেন।”
গতকাল থেকে BD FactCheck এর কাছে অসংখ্য অনুরোধ এসেছে ভিডিওটি যাচাই করে দেখতে। আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি ভিডিওতে দৃশ্যমান পুরুষ ব্যক্তিটি আসলেই সাংবাদিক পীর হাবিবুর রহমান কিনা?
প্রথমত, আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে পীর হাবিবের চেহারার সাথে ভিডিওতে দৃশ্যমান ব্যক্তির চেহারা ও গায়ের রঙের বেশ মিল আছে। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওগুলোর রেজোলুশন কম হওয়ায় চেহারাটি কিছুটা ঝাপসা দেখাচ্ছে।
এই ফ্যাক্টচেক প্রতিবেদনটি যিনি তৈরি করেছেন তিনি সামনাসামনি কখনো পীর হাবিব দেখেননি। সামনাসামনি দেখার মাধ্যমে চেনা কোনো ব্যক্তিকে কোনো ঝাপসা ভিডিওতে দেখে চিহ্নিত করা যতটা সহজ, সামনাসামনি না দেখা কাউকে চিহ্নিত করা ততটা সহজ নয়, এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছাও সহজ নাও হতে পারে।
এরপর ইন্টারনেটে ভিডিওটির মূল উৎস কোথায় তা খুঁজে দেখার চেষ্টা করি আমরা। এতে সবচেয়ে পুরোনো ভিডিওটি পাওয়া যায় ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে। চলতি অক্টোবর মাসের ২ তারিখ এটি আপলোড করা হয়। বাংলাদেশে ছড়ানো ভিডিওগুলোর চেয়ে রেজোলুশন অপেক্ষাকৃত ভালো।
পীর হাবিবকে ব্যক্তিগতভাবে চেনেন এমন কাউকে আমরা এই ভিডিওটি দেখানোর সিদ্ধান্ত নিই। বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় টিভিতে কর্মরত ৩ জন সিনিয়র সাংবাদিককে এটি দেখানো হয়, যাদের দুইজন সামনাসামনি তাকে দেখেছেন এবং চেনেন। একাধিকবার ভিডিওটি দেখে তাদের মত হচ্ছে, দৃশ্যমান ব্যক্তিটি পীর হাবিব নন।
তাদের মতে, পীর হাবিবের সাথে দৃশ্যমান ব্যক্তির চেহারার মিল যতটুকু অমিল তার চেয়ে বেশি স্পষ্ট। তারা বিশেষভাবে নৃত্যরত ব্যক্তিটির শারিরীক ফিটনেস ও নাচের সময়ের স্বতস্ফুর্ত বডি ল্যাংগুয়েজের কথা বলেছেন, যা পীর হাবিবের সাথে কোনোভাবেই যায় না।
এছাড়া হাবিবের বিভিন্ন সময়ের একাধিক ছবির সাথে মিলিয়ে দেখে তার চুলের স্টাইল (কপালের ওপরে লম্বা ও খাড়া চুল) ও এবং ঘন ভ্রুর সাথে ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তির চুলের স্টাইল ও ভ্রুর মিল পাওয়া যায়নি।
মূল ভিডিও আপলোড করা চ্যানেলটিতে ব্যক্তিটির পরিচয় সম্পর্কে কিছু পাওয়া যায় কিনা তা খুঁজতে গিয়ে কিছুই পাওয়া যায়নি। কিন্তু Dhakad News নামক চ্যানেলটিতে ভিডিওটির শিরোনামে “Bangkok Enjoy #dirtydancing #Bangkok Funny Dance video in Bangkok” বাক্যটি ছাড়া আর কোনো তথ্য দেয়া নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে Ey Mere Humsafar হিন্দি গানটি বাজছে। আর ইংরেজি দুয়েকটি শব্দ উচ্চারণের পাশাপাশি বিদেশি একটি ভাষায় দুয়েকটি বাক্য বলছেন দুইজন বিদেশি নারী।
Dhakad News চ্যানেলটি ২০১১ সালের ২ সেপ্টেম্বর তৈরি করা হলেও এটিতে থাকা মোট ১১টি ভিডিও গত এক সপ্তাহের মধ্যে আপলোড করা হয়েছে।
(Dhakad ভারতের একটি জাতি গোষ্ঠির নাম। রাজস্থান ও মধ্যপ্রদেশের তাদের বসবাস।)
আমাদের আলোচ্য ভিডিওটি ছাড়া এই চ্যানেলের বাকি ১০টি ভিডিও ভারতের বিভিন্ন স্থান ও বিষয় নিয়ে। বাংলাদেশ সংক্রান্ত কোনো কন্টেন্ট এটিতে নেই।
ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিটি “পীর হাবিব”, কিম্বা “পীর হাবিব নন”- এর কোনোটির পক্ষে আমাদের কাছে অকাট্য কোনো প্রমাণ না থাকায় এ ব্যাপারে সরাসরি ‘ভুয়া’ বা ‘সঠিক’ সিদ্ধান্ত না দিয়ে আমরা এ সংক্রান্ত কিছু মতামত, তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে অপেক্ষাকৃত ভালো রেজোলুশনের একটি ভিডিও ও সেটি থেকে নেয়া স্ক্রিনশট পীর হাবিবের ছবির সাথে মিলিয়ে তুলে ধরলাম। দেখে শুনে সিদ্ধান্তটা পাঠকদের নিজেদের নেয়াটাই এ ক্ষেত্রে শ্রেয় মনে হয়েছে।
নোট: “পতিতা নিয়ে পীর হাবিবের উলঙ্গ নৃত্যঃ ১০০%প্রমানিত।” শীর্ষক কিছু ফেসবুক পোস্টে বলা হচ্ছে, “এই ভিডিওটি তার নয় বলে দাবী করলেও ভিডিও সফটওয়ার পরীক্ষায় প্রমানিত হয়েছে এটা পীর হাবিবই।পরীক্ষা প্রার্থনীয়।”
এই বক্তব্যটি অস্পষ্ট। কোনো ভিডিওতে এডিট/সংযোজন/বিয়োজন করা হয়েছে কিনা তা কিছু সফটওয়ার দিয়ে যাচাই সম্ভব, কিন্তু ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিটি আসলে কে তা নিশ্চিত করে দেয়ার মতো কোনো সফটওয়ারের ব্যবহার সম্পর্কে আমাদের জানা নেই।