
প্যারাসিটামল পি-৫০০ ট্যাবলেটে কি ম্যাচাপো ভাইরাস পাওয়া গেছে?
Author: Zahed Arman Published: February 19, 2021, 1:01 pm | Updated: February 19, 2021, 1:13 pm
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হচ্ছে প্যারাসিটামল পি-৫০০ ট্যাবলেটে ম্যাচাপো নামক একটি জীবনঘাতী ভাইরাস পাওয়া যাচ্ছে। ওই পোস্টে আরও দাবি করা হচ্ছে, ঔষুধটি খাওয়ার পর পরই সেবনকারীর পুরো শরীরে পচন ধরে যায়। বিডি ফ্যাক্টচেক-এর অনুসন্ধানে দেখা যাচ্ছে প্যারাসিটামল পি-৫০০ ট্যাবলেটে কোনো ধরণের ভাইরাস পাওয়া যায়নি।

ফেসবুক পোস্টটিতে দাবি করা হচ্ছে, “সাবধান!!! বাজারে প্যারাসিটামল পি-৫০০ নামক নতুন ঔষুধ আসছে। যাতে ম্যাচাপো নামের মরণাত্বক ভাইরাস পাওয়া গেছে … ঔষুধটি খাবার পরপরই আপনার শারীরিক অবকাঠামো এবং পুরো শরীরে পচন ধরে যাবে।” পোস্টটি হাজার হাজার বার শেয়ার হয়েছে।
বিডি ফ্যাক্টচেক-এর অনুসন্ধানে দেখা যাচ্ছে, ম্যাচাপো ভাইরাসটি বলিভিয়ান হেমোরজিক ফিভার (বিএইচএফ) ভাইরাস নামেও পরিচিত। এটি এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকাতে পাওয়া গেছে। এটি সাধারণত আক্রান্ত ব্যক্তির লালা, মল এবং মূত্রের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে (স্ট্যানফোর্ড, ২০১৮) ।
প্যারাসিটামলে ম্যাচিপো ভাইরাস থাকার গুজবটি শুধু বাংলাদেশ নয়, ভারত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়েছে। মালেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্যারাসিটামল ট্যাবলেটে কোনো জীবনঘাতী ভাইরাসের অস্তিত্ত্ব নাই।

সিঙ্গাপুরের হেলথ সাইয়েন্স অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, প্যারাসিটামল পি-৫০০ ট্যাবলেটে কোনো ধরণের ম্যাচাপো ভাইরাসের অস্তিত্ত্ব নাই।
বাংলাদেশে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত করা যায়নি।