
প্রথমবারের মতো সৌদি আরবে নারী সৈনিক নিয়োগ মর্মে বিভ্রান্তিকর খবর
Author: BD FactCheck Published: February 13, 2021, 9:37 pm | Updated: February 15, 2021, 2:14 pm
১২ ফেব্রুয়ারি বাংলানিউজে একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম, “প্রথমবারের মতো সৌদি আরবে নারী সৈনিক নিয়োগ”।

একই খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন এবং বেসরকারি টিভি চ্যানেল নিউজটোয়েন্টিফোর এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


বাংলানিউজের প্রতিবেদনে বলা হয়েছে–
“প্রথমবারের মতো সৌদি আরবে নারী সৈনিক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সামরিক বিভাগ এক নির্দেশনায় রিয়াদের কিং ফাহাদ সিকিউরিটি কলেজে সৈনিক হিসেবে সৌদি নারীদের ভর্তি ও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খবর সৌদি গেজেটের।”
কিন্তু খবরটি যাচাই করে দেখা যাচ্ছে, সৌদি গেজেট “প্রথমবারের মতো সৌদি আরবে নারী সৈনিক নিয়োগ” সংক্রান্ত কোনো তথ্য তাদের সাম্প্রতিক কোনো প্রতিবেদনে প্রকাশ করেনি।
গত ১১ ফেব্রুয়ারি সৌদি গেজেট একটি প্রতিবেদন প্রকাশ করে যার শিরোনাম ছিলো, “First soldier jobs open for women at King Fahd Security College”

প্রতিবেদনটির শুরুর বাক্যটি হলো, “There are vacancies for first soldier (lance corporal) jobs for Saudi women cadres at King Fahd Security College in Riyadh.”
অর্থাৎ, “রিয়াদের কিং ফাহদ সিকিউরিটি কলেজে সৌদি নারী ক্যাডারদের জন্য ফার্স্ট সোলজার (ল্যান্স করপোরাল) পদে চাকরির সুযোগ রয়েছে।”
এখানে first soldier শব্দটির ব্যাখ্যায় ব্রাকেটে lance corporal লিখে বুঝানো হয়েছে first soldier একটি পদ (প্রবেশিকা পর্যায়ের) যেটিকে lance corporal -ও বলা হয়ে থাকে। first soldier শব্দ দ্বারা এখানে ‘প্রথম নারী সৈনিক (নিয়োগ’ বুঝানো হয়নি।
প্রসঙ্গত, সৌদি সেনাবাহিনীতে নারীদের নিয়োগ প্রথম ২০১৮ সালে শুরু হয়। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখুন বিবিসি এবং সৌদি গেজেট এর দুটি প্রতিবেদনে।