
ফিলিস্তিনের জন্য ডোনেশন চেয়ে দেওয়া ফেসবুক পোস্টটি ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের-ই
Author: Zahed Arman Published: May 19, 2021, 8:13 am | Updated: May 19, 2021, 8:13 am
ফিলিস্তিনের জন্য ডোনেশন চেয়ে দেওয়া একটি ফেসবুক পোস্ট নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। নেটিজেনদের অনেকেই বিডি ফ্যাক্টচেক-এর কাছে এই পোস্টের সত্যতা জানতে চেয়েছেন। বিডি ফ্যাক্টচেক-এর অনুসন্ধানে দেখা যাচ্ছে, ডোনেশন চেয়ে দেওয়া পোস্টটি ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের-ই।

ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের ডোনেশন চেয়ে দেওয়া পোস্টটি নিয়ে নেটিজেনরা যেসব প্রশ্ন তুলেছেন তা হলো:
১. “অ্যাম্বাসি অব দ্য স্টেট অব প্যালেস্টাইন, ঢাকা, বাংলাদেশ”-এই পেইজটি ফিলিস্তিন দূতাবাসের আসল ফেসবুক পেজ কিনা?
২. ডোনেশনের জন্য যে নম্বরগুলো দেওয়া হয়েছে তা মিশনে কর্মরত বাংলাদেশী কর্মকর্তা ও কর্মচারীদের কেন?
৩. যোগাযোগের জন্য অফিসিয়াল ইমেইল ব্যবহার না করে জিমেইল ব্যবহার করা হয়েছে কেন?
এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য বিডি ফ্যাক্টচেক যোগাযোগ করে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের উর্ধতন কর্মকর্তা নুর আল আইদি’র সঙ্গে।
তিনি বিডি ফ্যাক্টচেককে জানান, যে ফেসবুক পেজ থেকে ডোনেশেন চেয়ে পোস্টটি করা হয়েছে তা ফিলিস্তিন অ্যাম্বাসির অফিসিয়াল পেজ।
এছাড়া ডোনেশন চেয়ে একই পোস্ট দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট (http://palestineembassybd.com/) থেকেও পোস্ট করা হয়েছে। দেখুন লিংক: http://palestineembassybd.com/?p=1103

ডোনেশনের জন্য যে মোবাইল নম্বরগুলো দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে নুর আল আইদি জানান, এই নম্বরগুলো মিশনে কর্মরত কর্মকর্তাদের এবং এগুলো অ্যাম্বাসি ভেরিফাইড। এছাড়া সরাসরি দূতাবাসে গিয়েও ডোনেশন করা যাবে বলে জানান তিনি।
অফিসিয়াল ইমেইলের ব্যাপারে তিনি বলেন, ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের ছয়টি অফিসিয়াল ইমেইল রয়েছে। জনসংযোগের জন্য তারা জিমেইলই ব্যবহার করেন।