
‘ফেইক নিউজ’ পৃথিবীর সবচেয়ে উদ্বেগজনক সাইবার ক্রাইম হিসেবে চিহ্নিত
Author: BD FactCheck Published: October 27, 2020, 11:39 pm | Updated: October 30, 2020, 12:24 am
সাইবার অপরাধ বর্তমান দুনিয়ার সব থেকে বড় সমস্যাগুলোর একটি। আর এই ধরনের অপরাধের মধ্যে ফেইক নিউজ সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত হয়েছে। সাম্প্রতিক গবেষণায় এটাই জানাচ্ছে লয়েড’স রেজিস্টার ফাউন্ডেশন।
ইউকে-ভিত্তিক এই সেবামূলক প্রতিষ্ঠানটির অর্থায়নে গত সপ্তাহে ‘ওয়ার্ল্ড রিস্ক পোল’ নামে একটি সমীক্ষা প্রকাশ করা হয় যেখানে ১৪২টি দেশ থেকে ১৫০,০০০ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে।
উক্ত সমীক্ষায় অংশগ্রহণকারীর প্রায় ৭১% বলেছেন সাইবার অপরাধ তাদের কাছে সব থেকে বড় উদ্বেগের ব্যাপার। এবং প্রায় সকল ইন্টারনেট ব্যবহারকারী কোনো না কোনোভাবে এই বিষয়ে চিন্তিত।
এসব অপরাধের মধ্যে সব থেকে বড় উদ্বেগের বিষয় ছিল ফেইক নিউজ (৫৭%)। এরপরে ছিল অনলাইন প্রতারণা (৪৫%) এবং সাইবার বুলিং (৩০%)। যদিও দেশ ও অঞ্চলভেদে সেই মাত্রার ভিন্নতা ছিল।
উদাহরণস্বরুপ, ইউকে’তে অধিকাংশের উত্তরে তাদের উদ্বেগের তালিকায় ছিল ফেইক নিউজ (৬২%) এবং অনলাইন প্রতারণা (৬৯%) । অন্য ইউরোপীয় দেশগুলিতে ইন্টারনেট প্রতারণা নিয়ে বেশি উদ্বেগ দেখতে পাওয়া যায়, যার মধ্যে পর্তুগাল( ৭৮%) ,ফ্রান্স (৭৪%) এবং স্পেন (৭১%) অন্যতম।
স্বল্প আয়ের দেশগুলোতে সাইবার বুলিং নিয়ে উদ্বেগ বেশি দেখা যায় যাদের মধ্যে একটা বিশাল অংশই তরুণ। উদ্বেগের মধ্যে তৃতীয় স্তরে আছে সাইবার বুলিং ( ৩৪%) । ১৫-২৯ বয়সী উত্তরকারীদের মধ্যেই সাইবার বুলিং নিয়ে উদ্বেগ বেশি দেখা গেছে। যেখানে ৬৫ বছর বয়সীদের মধ্যে এটি আছে ৫ নম্বরে (২১%)। এবং নারী (৩২%) এবং পুরুষ (২৮%) এর মধ্যে এই উদ্বেগের কিছু পার্থক্য আছে।
লয়েড’স রেজিস্টার ফাউন্ডেশনের সিইও রিচার্ড ক্লেজ বলেন, এই সমীক্ষাটি পৃথিবীর ৯৮% মানুষের মতামতের প্রতিনিধিত্ব করে, যার মধ্যে এমন লোকজন রয়েছেন যাদের মতামত আগে কখনো নেয়া হয়নি।
তিনি বলেন, “আমাদের এইসব তথ্য বিভিন্ন সম্প্রদায়ের কাজে আসবে এবং সাইবার ঝুঁকি কমাতেও তাদের শক্তিশালী করবে। যা তাদের জীবনকে ঝুঁকিমুক্ত করতে সাহা্য্য করবে।”
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামেরও আরেকটি সমীক্ষাতেও সাইবার-হুমকি ব্যবসায়ীদের জন্য বেশ উদ্বেগের বিষয় বলে জানা গেছে।
ইনফো-সিকিউরিটি ম্যাগাজিন অবলম্বনে