ফিচারড নিউজ

ফিচারড নিউজ

December 11, 2020, 8:44 pm

Updated: December 11, 2020, 8:53 pm

ফেসবুক কর্তৃক ব্যান হওয়া হ্যাকাররা যখন ‘ফ্যাক্ট চেকার’

Author: BD FactCheck Published: December 11, 2020, 8:44 pm | Updated: December 11, 2020, 8:53 pm

বাংলাদেশ সময় শুক্রবার সকালে ফেসবুক কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করে। “Taking Action Against Hackers in Bangladesh and Vietnam” শিরোনামে বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ ও ভিয়েতনামে তিনটি হ্যাকিং গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক। এর মধ্যে বাংলাদেশের দুটি গ্রুপের নাম হচ্ছে, “Don’s Team” এবং CRAF বা Crime Research and Analysis Foundation.

বিবৃতিতে জানানো হয়েছে, উল্লিখিত দুটি বাংলাদেশি গ্রুপের বিরুদ্ধে ফেসবুকের নেটওয়ার্কের অপব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ নেয়া (হ্যাক), সেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর, উসকানিমূলক পোস্ট দেওয়া, ক্ষতিকর ম্যালওয়্যার ছড়ানোর প্রমাণ পেয়েছে ফেসবুকের ইন্টেলিজেন্স দল।

“বাংলাদেশভিত্তিক দলটির লক্ষ্য স্থানীয় অ্যাকটিভিস্ট, সাংবাদিক ও সংখ্যালঘু ব্যক্তিরা। একই সঙ্গে যাঁরা প্রবাসে থাকেন তাঁরাও। ফেসবুকের নীতিমালা ভঙ্গ করে তাঁদের অ্যাকাউন্টের দখল নেওয়া হয়”, লিখেছে ফেসবুক।

ফেসবুকের অনুসন্ধানে এ রকম সাইবার গুপ্তচরবৃত্তিতে “Don’s Team” এবং CRAF যৌথভাবে কাজ করার প্রমাণ পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।

ফেসবুকের বিবৃতিতে বলা হয়েছে, ডন’স টিম ও ক্র্যাফ একসঙ্গে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টের ব্যাপারে ফেসবুকে রিপোর্ট করে থাকে, যাতে উল্লেখ করা হয় সেই অ্যাকাউন্টগুলো ফেসবুকের নীতিমালা ভঙ্গ করছে, মেধাসম্পদ আইন অমান্য করছে, নগ্নতা, সন্ত্রাসবাদ ইত্যাদি ছড়াচ্ছে। তারা মানুষের অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করছে এবং কোনো কোনো অ্যাকাউন্ট ও পেজের দখল নিয়ে সেগুলোকে নিজের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করছে বলেও ফেসবুকের এই বার্তায় উল্লেখ করা হয়েছে। বেদখল করা অ্যাকাউন্ট থেকে উসকানিমূলক, স্পর্শকাতর বিষয়বস্তুও অনেক সময় ছড়িয়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্র পেজ নিষ্ক্রিয় (ডিজ-অ্যাবল) করেও রাখছে।

Don’s Team” এবং CRAF এর ফেসবুক পেইজ এবং সেসব পেইজ পরিচালনায় জড়িত নেটওয়ার্কের সদস্যদের আইডিগুলো সরিয়ে দেয়া হয়েছে বলেও ফেসবুকের বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে BD FactCheck অনুসন্ধান করে দেখেছে যে, Don’s Team এর সদস্যরা বাংলাদেশে অতি সম্প্রতি ফ্যাক্ট চেকিং কার্যক্রম শুরু করা একটি অনলাইন প্লাটফর্মের সাথে জড়িত।

গত মার্চ মাসে অনলাইনে যাত্রা শুরু করে Rumor Scanner নামে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। তাদের ফেসবুক পেইজে নিজেদের পরিচয় সম্পর্কে লেখা রয়েছে, “Rumor Scanner is an independent bangladeshi fact checking organization. Our aim to bring people the truth behind the viral rumor.”

rumorscanner.com নামে তাদের একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে এটির প্রতিষ্ঠাতা হিসেবে Sumon Ahmed এর নাম রয়েছে।

ফেসবুক কর্তৃক ব্যান হওয়া Don’s Team এর ওয়েবসাইট www.donsteam.org-এও প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছে Sumon Ahmed. দুটি ওয়েবসাইটেই তার ছবি দেয়া থাকলেও ছবিটির চেহারা ঢেকে দেয়া।

এছাড়া Don’s Team এর ওয়েবসাইটে আরও দুই ব্যক্তির নাম রয়েছে হিউম্যান রিসোর্স হেড এবং হিউম্যান রিসোর্স ম্যানেজার হিসেবে; তাদের নাম যথাক্রমে HR Sohag এবং Ovi Zaman.

HR Sohag এবং Ovi Zaman এই দুই ব্যক্তি Rumor Scanner-এর পরিচালনায়ও রয়েছেন। সেখানে Ovi Zaman এর পরিচয় হচ্ছে Deputy Editor এবং HR Sohag এর পরিচয় Fact-Checker.

রিউমার স্ক্যানার-এর ওয়েবসাইটে তাদের টিমের সব সদস্যের ফেসবুক আইডির ইউআরএল দেয়া রয়েছে। কিন্তু এসব ইউআরএল-এ ক্লিক করলে দেখা যায় আইডিগুলো এখন আর ফেসবুকে নেই।

Rumor Scanner-এ HR Sohagএর সংক্ষিপ্ত বায়ো-তে লেখা রয়েছে–

“HR Shohag is the investigator and fact checker at Rumor Scanner and works to stop the spread of disinformation and misinformation. He’s the in-charge of Cyber Tribune, popular cyber crime news platform of bangladesh. Also, he’s working in crime research and analysis foundation – craf as cyber expert.”

অর্থাৎ, তিনি ফেসবুক কর্তৃক ব্যান হওয়া Don’s Team এর পাশাপাশি আরেক ব্যান হওয়া CRAF এর কার্যক্রমের সাথেও জড়িত।

Don’s Team এবং Rumor Scanner এ দুটি উদ্যোগ প্রজন্ম ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান।

প্রজন্ম ফাউন্ডেশনের ওয়েবসাইটে (projonmofoundation.com) Don’s Team এবং Rumor Scanner-কে “OUR CHILD ORGANIZATIONS” হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রজন্ম ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা হলেন Sumon Ahmed, যিনি ডন’স টিম এবং রিউমার স্ক্র্যানার-এরও প্রতিষ্ঠাতা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *