
ফ্যাক্ট চেক: কোকাকোলায় কোভিড টেস্টে ফলাফল কি পজিটিভ আসে?
Author: BD FactCheck Published: December 24, 2020, 5:18 pm | Updated: December 24, 2020, 5:18 pm
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অনলাইনে একটি পোস্ট শেয়ার করছেন যেখানে দেখা যাচ্ছে অস্ট্রিয়ার সংসদ তথা ন্যাশনাল কাউন্সিলের একজন সদস্য মাইকেল শ্নেডলিটজ একটি গ্লাসে কোকা কোলা নিয়ে কোভিড টেস্ট করলে সেটার ফলাফল পজিটিভ এসেছে। এরকম দাবি সম্বলিত পোস্ট দেখুন এখানে ও এখানে।
একটি পোস্টে লেখা আছে- ‘দেখুন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় কোকের কোভিড টেস্টে কিভাবে সংসদের সামনেই পজিটিভ ফলাফল আসলো। অথচ আপনারাই সরকারকে আমাদের জীবন থেকে স্বাধীনতার পাশাপাশি একটি বছর কেড়ে নিতে সাহায্য করেছেন।’
অধিকাংশ পোস্টের সাথে সংযুক্ত ছবিগুলো গত ১০ ডিসেম্বর অস্ট্রিয়ার সংসদে দেয়া শ্নেডলিটজ এর একটি বক্তব্যের ভিডিও থেকে নেয়া।
শ্নেডলিটজের পোস্ট করা ভিডিওতে দেখা যায় তিনি সংসদে একটি গ্লাসে কোকা কোলা নিয়ে কোভিড-১৯ এর অ্যান্টিজেন টেস্ট করেন। তিনি জানান টেস্টে ফলাফল পজিটিভ এসেছে এবং তার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে গণহারে কোভিড-১৯ এর টেস্ট করা অযৌক্তিক।
টেস্টে ব্যবহৃত অ্যান্টিজেন টেস্টের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডায়াল্যাবও ভিডিওটি তাদের ফেসবুক পেজ ও ইউটিউবে পোস্ট করেছে। দেখুন এখানে ও এখানে।
শ্নেডলিটজ আর ডায়াল্যাবের পোস্ট করা ভিডিও দুটি অবশ্য দেখতে একইরকম। তবে ডায়াল্যাব বলছে যে শ্নেডলিটজ টেস্টটি ভুল পদ্ধতিতে করেছেন যার ফলে পজিটিভ ফলাফল এসেছে। কোম্পানীটি অন্য ভিডিওতে দেখিয়েছে কিভাবে কোকা কোলার অ্যান্টিজেন টেস্ট করতে হয় এবং এই টেস্টে কোভিড নেগেটিভ এসেছে।
ইউটিউব ভিডিওটির বর্ণনায় বলা হয়েছে যে, শ্নেডলিটজের টেস্টে স্যাম্পল তথা কোকা কোলাকে বাফারের সাথে ভালোভাবে ঝাকানো হয়নি যা সঠিক একটি ফলাফলের জন্য পিএইচ এর মাত্রা স্থিতিশীল রাখতে অপরিহার্য। স্যাম্পলকে যখন বাফারের সাথে ঝাকানো হয়না তখন টেস্টটির অ্যান্টিবডি প্রোটিন নষ্ট হয়ে যায় যার ফলে পজিটিভ ফলাফল আসে।
ডায়াল্যাব ইউটিউব ভিডিওটিতে ব্যাখ্যা করে বলে যে, অন্য যেকোন প্রস্তুতকারকের টেস্ট কিটেও এভাবেই পরীক্ষা করতে হবে। কেউ যদি কিটের সাথে দেওয়া নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে টেস্ট করেন, তাহলে ফলাফল নেগেটিভ আসবে।
ডায়াল্যাবের পরামর্শমতে ভুল ফলাফল এড়াতে এ ধরণের টেস্ট কেবল প্রশিক্ষিত পেশাদারদের দ্বারাই করানো উচিত।
মোটকথা, ‘কোকা কোলায় করোনা টেস্ট করলে পজিটিভ ফলাফল আসে’ অস্ট্রিয়ান সংসদ সদস্যের এই দাবিটি সত্য নয় কারণ পুরো প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি অংশ বাদ দিয়েই পরীক্ষাটি করা হয়েছে।
রয়টার্স অবলম্বনে