
‘ব্লাড’ এর বানান ‘বিলাড’ নয়। ভাইরাল হওয়া ছবিটা ভুয়া।
Author: BD FactCheck Published: July 10, 2020, 11:02 am | Updated: July 10, 2020, 11:46 am
যা দাবি করা হচ্ছে:
Michaels Of Medical নামক একটি ফেসবুক পেজ থেকে “শুদ্ধ বানান চর্চা (শুবাচ)” এর লোগো ব্যবহার করে দাবি করা হচ্ছে, বাংলা বানান হিসেবে ‘ব্লাড’ অশুদ্ধ এবং ‘বিলাড’ শুদ্ধ।
তবে এই পেজ থেকেই প্রথম এই ছবিটি ছাড়া হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।
ফ্যাক্টচেক:
পুরা ছবিটা বিশ্লেষণ করে দেখা যায়:
১। ছবির নিচে বামদিকে “শুদ্ধ বানান চর্চা (শুবাচ)” এর লোগো রয়েছে।
২। সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে -আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি, পৃষ্ঠা ১৩০৩।
৩। ছবির বামপাশে “পর্ব ১” এবং ডানপাশে “নির্ভুল শব্দ, ভুল শব্দ” লেখা আছে।
এ ধরণের বেশ কয়েকটা ছবি প্রকাশ করেছে শুদ্ধ বানান চর্চা (শুবাচ) ।
এই গ্রুপ থেকে “নির্ভুল শব্দ, শুদ্ধ শব্দ” সিরিজে এখন পর্যন্ত পাঁচটি ছবি আপলোড করা হয়েছে। সেগুলা হলো:
১। সম্মানীয় /সম্মাননীয় (সূত্র: বাংলা একাডেমি, পৃষ্ঠা ১৩০৩)
২। গরু/গোরু (সূত্র: বাংলা একাডেমি, পৃষ্ঠা ৪১৮)
৩। ন্যূনতম /নুন্যতম (সূত্র: বাংলা একাডেমি, পৃষ্ঠা ৭৬৪)
৪। স্বাগতম /স্বাগত (সূত্র: বাংলা একাডেমি, পৃষ্ঠা ১৩৭২)
৫। অংক /অঙ্ক (সূত্র: বাংলা একাডেমি, পৃষ্ঠা ১৫)
এই পাঁচটি বাদে তারা আর কোনো ছবি আপলোড করেনি।
এবার আসুন আমাদের আলোচিত ব্লাড/বিলাড ছবিটার দিকে।
ক) মনে হচ্ছে, সম্মানীয়/ সম্মাননীয় ছবিটা ফটোশপ বা অন্য কোনো সফটওয়ারে আনাড়িভাবে সম্পাদন করে কেউ একজন ব্লাড/বিলাড লিখেছে। পেজের অন্য অংশের কোনো পরিবর্তন করেনি। ‘ব্লাড’ এর রেফারেন্স হিসেবেও বাংলা একাডেমি অভিধানের ১৩০৩ নাম্বার পৃষ্ঠার কথাই লিখেছে ওই ছবিতে।
খ) এই ছবিতে পর্ব-১ কথাটিই রেখে দিয়েছে। আসলে শুবাচ যদি এমন কোন বানানের কথা প্রকাশ করত, তাহলে পর্ব-৬ বা পরবর্তী নাম্বার দিত। পর্ব-১ তো ‘সম্মানীয়’ এর পর্ব ।

গ) এই ছবিতে নতুন যোগ করা শব্দগুলোর ফন্ট অন্য শব্দগুলোর ফন্টের চেয়ে আলাদা। ব্লাড, বিলাড, অর্থ – লহু, রক্ত, সম্মান — ইত্যাদি শব্দগুলোর ফন্ট সম্পূর্ণ আলাদা।
ঘ) পেজের অন্যান্য লোগো (যেমন: শুবাচের লোগো, বা নির্ভুল শব্দ, ভুল শব্দের লোগো, বা পর্ব-১ লেখা লোগো ) মূল ছবির চেয়ে অনেক ঘোলাটে, রেজ্যুলোশন কম।
ঙ) এই ছবিটি শুদ্ধ বানান চর্চা (শুবাচ) এর গ্রুপে খুঁজে পাওয়া যায়নি।
স্পষ্টতই শুবাচ-এর পর্ব-১ এর ছবিটা এডিট করে সেখানে নতুন লেখা বসানো হয়েছে।
বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধানে ‘ব্লাড’ শব্দটি নেই। তবে বিদেশী ভাষার শব্দ বাংলায় লিখার ক্ষেত্রে শব্দটি ওই ভাষায় যেভাবে উচ্চারিত হয় সেভাবে লিখতে পরামর্শ দেওয়া হয়েছে।
শুবাচ (শুদ্ধ বানান চর্চা) গ্রুপটা বাংলা বানান সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে।
সিদ্ধান্ত:
শুবাচ বাংলা বানান হিসেবে ‘ব্লাড’ অশুদ্ধ এবং ‘বিলাড’ শুদ্ধ দাবি করে কোনো পোস্ট দেয়নি।