
ভিডিওটি পুরাতন, করোনা মহামারির সাথে এর সম্পর্ক নেই
Author: BDFactCheck Admin Published: April 20, 2020, 3:38 pm | Updated: April 20, 2020, 5:39 pm
সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে, যাতে দাবি করা হয়েছে করোনা ভাইরাসের ভয়ে ট্রাম্প কুরআন তেলাওয়াত শুনছেন।
প্রকৃতপক্ষে ভিডিওটি ২০১৭ সালের জানুয়ারি মাসের। বর্তমান করোনা ভাইরাস মহামারির সাথে এর কোনো সম্পর্ক নেই। করোনা ভাইরাসের ভয়ে ট্রাম্প কুরআন তেলাওত শুনছেন না।
২০১৭ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার সময় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্য ধর্মগ্রন্থের পাশিপাশি কুরআনও পাঠ করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ ২০১৭ সালে একই ভিডিও প্রকাশ করে শিরোনাম দিয়েছিল, “Imam sends message to Trump at inaugural service”.
সিএনএনর খবরের লিংক: https://edition.cnn.com/videos/us/2017/01/21/trump-religious-service-imam-mohamed-magid-sot.cnn
তখন এবিসি নিউজে এ নিয়ে প্রকাশিত খবরের লিংক:
https://abcnews.go.com/Politics/president-donald-trump-attend-national-prayer-service/story?id=44941276