
ভুয়া খবর ছড়ানোর ভারতীয় বিশাল নেটওয়ার্কের সন্ধান
Author: BD FactCheck Published: December 10, 2020, 7:28 pm | Updated: December 10, 2020, 11:15 pm
আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নানাবিধ স্বার্থের পক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে ভুয়া তথ্য দিয়ে প্রচারণা চালানো বিশাল নেটওয়ার্কের সন্ধান পেয়েছে ইউরোপীয় একটি গবেষণা সংস্থা। ডিসইনফরমেশন ও ফেইক নিউজ নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ইইউ ডিসইনফরমেশন ল্যাব-এ নিয়ে বুধবার প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে দেখানো হয়েছে, কিভাবে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বা এএনআই শ্রীবাস্তব গ্রুপ নামে একটি গোষ্ঠির সাথে মিলে পাকিস্তান বিরোধী ভুয়া খবর তৈরি ও প্রচার করে থাকে। বিভিন্ন বিষয়ে অস্তিত্বহীন প্রতিষ্টান ও বিশেষজ্ঞ ব্যক্তির নামে ভুয়া বক্তব্য, বিবৃতি ও তথ্য তৈরি করে । এসব বানেয়াট তথ্য বিশ্বের ১১৬টি দেশে পরিচালিত ৭৫০টির বেশি ভুয়া ওয়েবসাইটে প্রচার করা হয়। সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেয়া এসব ওয়েবসাইটের তালিকাও প্রকাশ করেছে গবেষণাকারী প্রতিষ্ঠান ই্ ইউ ডিসইনফো ল্যাব।
অনুসন্ধান চালানো EU DisinfoLab এর এক্সিকিউটিভ ডিরেক্টর আলেকজান্ডার আলাফিলিপ্পের ভাষ্যমতে, “এটা এখন পর্যন্ত ফাঁস হওয়া ভুয়া খবরের সব থেকে বড় নেটওয়ার্ক’। যা গত ১৫ বছর ধরে চলছে।
EU DisinfoLab এর মতে, প্রাথমিকভাবে এই পুরো নেটওয়ার্কটি ‘আন্তর্জাতিকভাবে পাকিস্তানের দুর্নাম করতে’ এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ও ইউরোপীয়ান পার্লামেন্টের সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য তৈরি করা হয়েছে৷
EU DisinfoLab গত বছর এই নেটওয়ার্কের কিছু কার্যক্রম তুলে ধরেছিলো। সে সময় ২৬৫টি ভুয়া ওয়েবসাইটকে চিহ্নিত করা হয়েছিলো যেগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতীয় গোষ্ঠি দ্বারা পরিচালিত হয় । এবার একই নেটওয়ার্কের কাজের বিস্তৃতি আরও ব্যাপকভাবে তুলে ধরলো ইউরোপীয় গবেষণা প্রতিষ্ঠানটি।
তবে এই নেটওয়ার্কের সাথে ভারত সরকার জড়িত কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু নেটওয়ার্কটির সাথে কাজ করছে ভারতের সবচেয়ে বড় মিডিয়াগুলো একটি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এআনআই। একটি ভুয়া খবর তৈরি করে প্রথমে সেটি ANI-কে দিয়ে প্রকাশ করানো হয়। নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে পরিচিত হওয়ায় ANI এর প্রতিবেদনটি ভারতের অন্যান্য বড় বড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এবং একইসাথে বিশ্বেজুড়ে থাকা ৭৫০টি ভুয়া ওয়েবসাইট একযোগে সেই খবর প্রচার করতো। এভাবে একটি ভুয়া খবরকে বিশ্বাসযোগ্যতা দিয়ে টার্গেটৃকত বিভিন্ন গ্রুপকে তা দিয়ে প্রভাবিত করা হয় ।
ডিসইনফো ল্যাব অন্তত ১৩টি নমুনা পেয়েছে যেখানে ইউ-ক্রনিকল নামের একটি ভুয়া ওয়েবসাইটে ইউরোপের এমপিদের লিখিত পাকিস্তান ও চীন বিরোধী একাধিক কলাম নতুন করে প্রকাশ করেছে এএনআই। উল্লেখ্য, ইউ-ক্রনিকল শ্রীবাস্তব গ্রুপের সাথে জড়িত অনেকগুলো ফেইক সাইটের একটি।
অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে একজন আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞের মৃত্যুর কয়েক বছর পর পর্যন্ত তাকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে হাজির দেখিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে।