
ভুয়া তথ্য নিয়ে সচেতনতা: রানীকে নিয়ে পরীক্ষামূলক ‘ডিপফেইক’ ভিডিও প্রচার করলো ব্রিটিশ টিভি
Author: BD FactCheck Published: December 31, 2020, 2:00 pm | Updated: December 31, 2020, 2:00 pm
বড়দিন উপলক্ষে বৃটেনের রানী এলিজাবেথের দেয়া বক্তৃতার সময় একটি বৃটিশ চ্যানেলে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রানীর ‘ডিপফেইক’ ভিডিও সম্প্রচার করা হয়েছে। চ্যানেলটি দেখাতে চেয়েছে যে কিভাবে ভুয়া একটি ভিডিওকে প্রকৃত ভিডিও হিসেবে ছড়ানো যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, ডিপফেইক হলো কারো ছবি বা ভিডিও এডিট বা বিকৃত করে সেখানে ভিন্ন কারো ছবি বা ভিডিও সংযুক্ত করা। কোন ব্যক্তি বা ঘটনার ডিপফেইক তৈরী করতে ‘ডিপ লার্নিং’ নামের এক ধরণের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নেয়া হয় বলে এটাকে ডিপফেইক বলে।
প্রথাগতভাবে রানী প্রতি বছর বড়দিন উপলক্ষে বক্তব্য দেন যা সারা বিশ্বেই সম্প্রচারিত হয়।
গত ২৫ ডিসেম্বর দেয়া এই বক্তব্যের সাথে চ্যানেল ফোরে রানীর ডিজিটালভাবে সৃষ্ট একটি ভুয়া প্রতিকৃতি তৈরী করে সম্প্রচার করা হয়, সাথে তাকে বলতে শোনা যায় যে, ‘আমরা যা দেখি ও শুনি সবসময় কি তা ঘটে?’ ভিডিওতে রানীকে নাচতেও দেখা যায়।
চ্যানেল ফোর বলছে ভিডিওটি এভাবে তৈরী করা হয়েছে ডিজিটাল বিশ্বে প্রযুক্তির অপব্যবহারের সাথে ভুয়া তথ্যের ও গুজবের প্রসার সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য।
চ্যানেল ফোর প্রতিবছর বড়দিন উপলক্ষে দেয়া রানীর বক্তব্যের ‘বিকল্প ক্রিসমাস বক্তব্য’ সম্প্রচার করে থাকে। ১৯৯৩ সাল থেকে তারা এভাবে সম্প্রচার করে আসছে।
দীর্ঘদিন থেকেই এই কার্যক্রমটি বিতর্কের বিষয় হয়ে আছে। এর আগে এভাবে ‘বিকল্প ক্রিসমাস বক্তব্য’ দেয়াদের মধ্যে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও আছেন। অন্যান্যের মধ্যে রয়েছেন মার্কিন হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেন, জেসে জ্যাকসন এবং ২০১৭ সালে গ্রেনফেল টাওয়ারে অগ্নিকান্ডে বেচে যাওয়া শিশুরাও।
কিন্তু এ বছরের ঘটনাটি ব্যতিক্রম।
এবার চ্যানেল ফোর ভিজ্যুয়াল ইফেক্ট স্টুডিও ফ্রেমস্টোরকে বৃটেনেরা রানীর নকল তৈরীর জন্য নিয়োগ করে যেখানে তিনি সাবলীলভাবে ব্যক্তিগত বিষয়াদি নিয়ে কথা বলেছেন।
ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরী। নকল ভিডিওটিতে রানীকে টিকটক ভিডিওর জন্য নাচতেও দেখা যায়।
চ্যানেল ফোরের প্রোগ্রাম ডিরেক্টর ইয়ান কাটজ এক বিবৃতিতে বলেন, ”ভুয়া তথ্য ও সত্যের চিরন্তন যুদ্ধে ‘ডিপফেইক’ প্রযুক্তি নতুন যুদ্ধক্ষেত্র।”
তিনি বলেন, ”বৃটিশ জাতির সবচেয়ে পরিচিত ও বিশ্বাসযোগ্য ব্যক্তিত্বকে নকল করে দেয়া এবছরের ‘বিকল্প ক্রিসমাস বক্তব্য’ আসলে আমাদের জন্য একটি বার্তা যে আমরা এখন আর নিজের চোখে দেখা জিনিসকেও বিশ্বাস করতে পারিনা।”
বিশ্বব্যাপী ভিডিও কন্টেন্টকে নিরাপদে ব্যবহার করতে মানুষকে প্রশিক্ষণ দেয়া গ্রুপ ‘উইটনেস’ এর প্রোগ্রাম ডিরেক্টর স্যাম গ্রেগরি অবশ্য ডিপফেইক প্রযুক্তির হুমকি নিয়ে দেয়া এই সতর্কবার্তাকে একটু অতিরঞ্জন বলে মনে করেন।
চ্যানেল ফোরের এবারের ‘বিকল্প ক্রিসমাম বক্তব্য’ সম্প্রচারের খবর দেখে গত ২৪ ডিসেম্বর তিনি টুইট করেন- ”ডিপফেইক নিয়ে অতিকথন ডিপফেইকের প্রকৃত হুমকির চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত ডিপফেইকের হুমকি বেশি এমন বার্তাই দেয়।”
বৃটেনের রানী তার আসল বক্তব্যে করোনা মহামারী মোকাবেলায় সম্মুখ যোদ্ধাদের অবদানের প্রশংসা করেন এবং মহামারী সম্পর্কিত বিধি নিষেধের কারণে যারা উদযাপন করতে পারছেন না তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
সিএনএন অবলম্বনে