পলিটি চেক

পলিটি চেক

December 3, 2020, 12:37 pm

Updated: December 3, 2020, 7:49 pm

ভুয়া তথ্য প্রচার: বিজেপির আইটি সেলের প্রধানের টুইট ফ্ল্যাগ করলো টুইটার

Author: BD FactCheck Published: December 3, 2020, 12:37 pm | Updated: December 3, 2020, 7:49 pm

ভারতে চলমান কৃষকদের আন্দোলন নিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর আইটি সেলের প্রধান অমিত মালভিয়ার একটি টুইটকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ বা কারসাজিকৃত কন্টেন্ট হিসেবে ফ্ল্যাগ করেছে টুইটার।

ভুয়া তথ্য ছড়ানোর কারণে ভারতে এই প্রথম কোন রাজনীতিবীদের টুইট ফ্ল্যাগ করলো সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যম।

সম্প্রতি ভারতে চলমান কৃষক আন্দোলনে আন্দোলনকারীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার টুইটারে এক বৃদ্ধের উপর পুলিশের লাঠি চার্জের একটি ছবি পোস্ট করেন এবং সাথে লিখেন- ”এই ছবিটি খুব দু:খজনক। আমাদের শ্লোগান ছিল ‘জয় সেনাবাহিনী, জয় কৃষক’। কিন্তু নরেন্দ্র মোদীর ঔদ্ধত্য আজ সেনা জওয়ানদেরকে কৃষকদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। ব্যাপারটি খুবই বিপদজনক।”

পরবর্তীতে অমিত মালভিয়া তার টুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধীর টুইট সংযুক্ত করে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত সেনা সদস্য ওই বৃদ্ধ কৃষকের শরীরে লাঠি স্পর্শ করেননি এবং রাহুল গান্ধীর দেয়া ছবিকে মালভিয়া প্রোপাগান্ডা হিসেবে উল্লেখ করেন।

পোস্ট করা ভিডিওটিকে তিনি ‘প্রকৃত ঘটনা’ বলে উল্লেখ করেছেন। সাথে তিনি লিখেছেন, ”সাম্প্রতিক ইতিহাসে রাহুল গান্ধী নিশ্চয়ই ভারতের সবচেয়ে নিন্দিত বিরোধী দলীয় নেতা”।

অমিত মালভিয়ার টুইটের পর অনেক টুইটার ব্যবহারকারী ‘রাশিয়া টুডে’ ও ‘ভয়েস অব আমেরিকা’ এর সূত্রে মূল ভিডিওটি শেয়ার করেন যেখানে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনী ওই বৃদ্ধ সহ আরো অনেক কৃষকের উপর লাঠিচার্জ করেছে।

বুম লাইভ ৫৭ বছর বয়সী সেই বৃদ্ধের বক্তব্যও নিয়েছে যেখানে তিনি হাত, পিঠ ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানিয়েছেন। এর প্রেক্ষিতে টুইটার কর্তৃপক্ষ অমিতের ভিডিওকে কারসাজিকৃত বলে ফ্ল্যাগ করে দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *