
ভ্যাকসিন সংক্রান্ত ভুয়া খবর ঠেকাতে ‘নলেজ প্যানেল’ ফিচার আনছে গুগল
Author: BD FactCheck Published: December 14, 2020, 11:59 pm | Updated: December 15, 2020, 11:45 am
গত বৃহস্পতিবার গুগল তার সার্চ ইঞ্জিনের ফিচারে কিছু পরিবর্তন আনছে বলে ঘোষণা দেয়। মূলত ভ্যাকসিন সংক্রান্ত ভুয়া খবর প্রতিরোধে এই পদক্ষেপ নিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন।
গুগল এক ব্লগ পোস্টে এরকম একটি ঘোষণা দিয়ে জানায় যে, শুরুতে এই ফিচার কেবল ব্রিটেনের ব্যবহারকারীদের আওতাধীন থাকলেও পর্যায়ক্রমে ভ্যাকসিনের কার্যক্রমের সাথে মিল রেখে ফিচারটি বিভিন্ন দেশে ব্যবহার করা যাবে।
গুগল বিভিন্ন সময়েই তার সার্চ ইঞ্জিনে নানারকম পরিবর্তন এনে থাকে। তন্মাধ্যে একটি ছিল ভ্যাকসিন সংক্রান্ত যেকোনো সার্চিং এ অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিডিসি এবং সরকারি বিভিন্ন তথ্যসুত্রগুলো বেশি বেশি দৃশ্যমান হওয়া।
ইউটিউবও একই পদ্ধতিতে করোনাকালীন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া ইউটিউব অক্টোবরেই ঘোষণা দিয়েছে যে তারা ভ্যাকসিন-বিরোধী সকল ভুয়া ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নিবে।
করোনা সংক্রান্ত ভুয়া খবরের ব্যাপারে টেক জায়ান্ট যেমন গুগল, ফেসবুক, ইউটিউবকে শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ নিতে দেখা গেছে। যদিও টুইটারকে সে অর্থে ভ্যাকসিন-বিরোধী পোস্ট সরিয়ে নিতে অতটা তৎপর দেখা যায়নি। তবে গুগলের এই নতুন নলেজ প্যানেল কতটুকু সফল হবে তা এখনো বলা যাচ্ছেনা।
গুগলের এই নতুন ফিচারের বাইরেও ফ্যাক্টচেকিং এবং ভ্যাকসিন বিষয়ে সাংবাদিকতায় আরো বেশি সঠিক তথ্যের প্রচার এবং সচেতনতা বাড়াতে দেড় মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে বলে জানিয়েছে।