
মক্কা থেকে বুসরা ও হাযার নামক স্থানের দুরত্ব কি ১২০০ কিলোমিটার?
Author: BDFactCheck Admin Published: January 25, 2021, 5:05 pm | Updated: January 25, 2021, 9:20 pm
সময় টিভির ওয়েবসাইটে ২৪ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম, “মহানবীর (সা.) ১৪০০ বছর আগের যে বাণী সত্য প্রমাণ পেল বিজ্ঞান”।
আর্কাইভ লিংক দেখুন এখানে। ফেসবুক পোস্টের লিংক আর্কাইভ করা আছে এখানে।

প্রতিবেদনটিতে একটি হাদিস নিয়ে যা লেখা হয়েছে তা নিচের স্ক্রিনশটে পড়ুন–

সময় টিভির প্রতিবেদনটিতে এরপর আরও লেখা হয়েছে–
“রোববার ইসলাম প্র্যাকটিস নামে একটি ফেসবুক পেজ তাদের এক পোস্টে বিষয়টি তুলে ধরেছে। সেখানে স্যাটেলাইটে পাওয়া ছবিটি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যায়, মক্কা থেকে সিরিয়ার বুশরার দূরত্ব এক হাজার ২০০ কিলোমিটার। অন্যদিকে মক্কা শরিফ থেকে বাহরাইনের হাজারের দূরত্বও এক হাজার ২০০ কিলোমিটার।”
সময় টিভির প্রতিবেদনের উৎস হচ্ছে Islam Practice নামে একটি ফেসবুক পেইজ, যেটি ইসলাম ও মুসলমান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিয়মিত নানান ধরনের টেক্সট/ছবি/মিম ইত্যাদি পোস্ট করে থাকে।
প্রতিবেদনের সাথে যে ছবিটি যুক্ত করা হয়েছে (Islam Practice নামক ফেসবুক পেইজের সৌজন্যে) তাতে একটি ম্যাপ দৃশ্যমান। সেই ম্যাপ-এ মক্কার সাথে বাহরাইনের হাযার নামক এলাকা এবং সিরিয়ার বুসরা নামক এলাকার মধ্যে রেখা টেনে দেখানো হয়েছে মক্কা থেকে উভয় স্থানের দুরত্ব ঠিক ১২০০ কিলোমিটার করে।

BD FactCheck যাচাই করে দেখার চেষ্টা করেছে, যেভাবে ম্যাপটিতে এবং সময় টিভির প্রতিবেদনে মক্কা থেকে সিরিয়ার বুসরা এবং বাহরাইনের হাযার নামক স্থান দুটির দুরত্ব ঠিক (exactly) ১২০০ কিলোমিটার দেখানো হয়েছে তা সঠিক কিনা?
আরও যাচাই করে দেখার চেষ্টা করা হয়েছে, হাদিসে ‘হাযার’ বলতে কোন এলাকাকে বুঝানো হয়ে থাকতে পারে?
প্রথমত, গুগল ম্যাপসহ অনলাইনে বিভিন্ন ম্যাপে এবং দূরত্ব পরিমাপক ওপেন সৌর্স সফটওয়্যারে দেখা যাচ্ছে, মক্কা থেকে বাহরাইনের আল হাযার এলাকা এবং সিরিয়ার বুসরা এলাকার দূরত্ব অবিকল সমান নয়।
মক্কা থেকে বুসরার সরাসরি দুরত্ব (Straight Line Distance) হচ্ছে ১২৮২ কিলোমিটার ১০০ মিটার। এবং গাড়িতে করে ভ্রমণের রাস্তার দূরত্ব ১৫৮১ কিলোমিটার ৪৪৯ মিটার (Google Map এ গাড়িপথের দূরত্ব আরো কিছু বেশি দেখাচ্ছে) । দুই স্থানের দ্রাঘিমাংশ ও অক্ষাংশসহ দুরত্বের চিত্র দেখুন নিচের স্ক্রিনশটে–

গুগল ম্যাপে দেখুন দূরত্ব–

অন্যদিকে মক্কা থেকে বাহরাইনের সরাসরি দুরত্ব (Straight Line Distance) হচ্ছে ১২০৬ কিলোমিটার ৭০০ মিটার। গাড়িতে দুরত্ব ১৩৪৩ কিলোমিটার ৯৮৮ মিটার।

বাহরাইনের আল হাযার নামক স্থানের সাথে মক্কার সরাসরি দূরত্ব ঠিক কত তা ম্যাপগুলোতে স্পষ্টভাবে পাওয়া যায়নি। তবে মক্কার পূর্বদিকে অবস্থিত বাহরাইনের (রাজধানী মানামা) দূরত্ব উপরে দেখানো হয়েছে ১২০৬ কিলোমিটার ৭০০ মিটার। আল হাযার মানামা থেকে আরও ১১ কিলোমিটার পূর্বে অবস্থিত। দুই দরত্বকে একত্র করলে মক্কা থেকে বাহরাইনের আল হাজারের দুরত্ব দাঁড়ায় ১২১৭ কিলোমিটারের মতো।
অর্থাৎ, সময় টিভির প্রতিবেদন এবং তাদের সূত্র যেই ফেসবুক পেইজ সেটিতে ১২০০ কিলোমিটার করে দুটি স্থানের যে দুরত্ব দেখানো হয়েছে তা সঠিক নয়। মক্কা থেকে বুসরার সরাসরি দূরত্ব ১২৮২ কিলোমিটার আর বাহরাইনের আল হাযার এর দূরত্ব ১২০৬ থেকে ১২১৭ কিলোমিটারের মধ্যে।
এটা বলা যেতে পারে যে, মক্কা থেকে বুসরা এবং মক্কা থেকে বাহরাইনের আল হাযার এর দূরত্ব মোটামুটি কাছাকাছি, কিন্তু মোটেও হুবহু এক দূরত্ব নয়।
আল হাযার নামক স্থান একটি নয়, হাদিসে কোনটিকে বুঝানো হয়েছে?
গুগলে ইংরেজিতে Al Hajar লিখে সার্চ করলে সৌদি আরব এবং আশপাশের এলাকায় কমপক্ষে ৪টি Al Hajar নামক স্থানের সন্ধান পাওয়া যায়।

সৌদি আরবের মধ্যে যে Al Hajar স্থানটি রয়েছে সেটি মক্কা থেকে সড়কপথে ২৮৩ কিলোমিটার দূরে। দেখুন স্ক্রিনশটে–

আরেকটি Al Hajar রয়েছে ইয়েমেনে, মক্কা থেকে সড়কপথে যার দূরত্ব ১১৮৫ কিলোমিটার বলে দেখাচ্ছে গুগল ম্যাপ।

ওমানে একটি পাহাড়শ্রেণী আছে যেটির নামও Al Hajar; এবং মক্কা থেকে সেটির দূরত্ব ২ হাজার কিলোমিটারের বেশি।

চতুর্থ Al Hajar নামক যে স্থানের সন্ধান দেয় গুগল ম্যাপ সেটি বাহরাইনে অবস্থিত; যার কথা উপরে উল্লেখ করা হয়েছে। মক্কা থেকে এটির দূরত্ব আগেই বলা হয়েছে ১২০৬ থেকে ১২১৭ কিলোমিটারের মধ্যে।
এখানে উল্লেখ্য, BD FactCheck উপরে দেয়া জায়গাগুলোর দূরত্বের নানান হিসাব তুলে ধরে এটাই দেখাতে চেয়েছে যে, বুসরা থেকে মক্কা এবং হাযার (বাহরাইনের) থেকে মক্কার দূরত্বের যে মাপ সময় টিভি এবং তাদের সূত্র ফেসবুক পেইজ দেখিয়েছে সেগুলো সঠিক নয়। মূলত, এত দীর্ঘ দূরত্বের কোনো জায়গাকে এভাবে বিভিন্ন জন মাপলে ভিন্ন ভিন্ন ফল পেতে পারেন। কারণ, কে কোথা কোনো জায়গার কোথা থেকে মাপ শুরু করে কোথায় গিয়ে শেষ করবেন তার উপর দূরত্ব নির্ভর করবে। মক্কা থেকে বুসরার দূরত্ব বললে- মক্কার কোন জায়গা থেকে মাপ শুরু করা হয়েছে এবং বুসরার কোন জায়গায় শেষ হয়েছে সেটি প্রণিধানযোগ্য। মক্কা বলতে একটি বড় শহরের যে কোনো জায়গাকে বুঝানো যেতে পারে। আবার বসরার ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। ফলে এমন ক্ষেত্রে একদম ঠিক ঠিকভাবে একটি সংখ্যাকে মানদণ্ড হিসেবে স্থির করে সেটির মাধ্যমে অন্য জিনিসকে মূল্যায়ন করার বিভ্রান্তির কারণ হতে পারে।
আলোচ্য হাদিসের টেক্সটে শুধু ‘হাযার’ শব্দটির উল্লেখ আছে; কিন্তু এর ‘হাযার’ স্থানটি কোথায় অবস্থিত তার কোনো বিবরণ নেই।

উপরে উল্লিখিত অন্তত চারটি Hajar নামক স্থানের মধ্যে কোনটিকে হাদিসে বুঝানো হয়ে থাকতে পারে; এ বিষয়ে হাদিস বিশারদদের কোনো মতামত আছে কিনা- তা জানার জন্য দুইজন আলেমের দ্বারস্ত হয় বিডি ফ্যাক্টচেক।
এর মধ্যে একজন জানান, হাদিসে কোন হাযার-কে বুঝানো হয়েছে সে বিষয়ে হাদিস বিশারদদের একাধিক মতামত আছে।
ইমাম নববীর একটি মত অনুযায়ী, হাদিসে বাহরাইনের আল হাযারকে বুঝানো হয়ে থাকতে পারে (শরহে নববি আল মুসলিম। খণ্ড ৩। পৃষ্ঠা ৬৯)। বিস্তারিত দেখুন এখানে।
অন্যদিকে হাদিস বিশারদ আবদুর রহমান মুবারকপুরীর দুটি মত প্রকাশ করেছেন। এর মধ্যে বাহরাইনের ‘আল হাযার’ হাদিসে উদ্দেশ্য হওয়ার সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি মক্কার নিকটবর্তী আল হাযার এলাকাকেও হাদিসে উদ্দেশ্য করা হয়ে থাকতে পারে বলেও তিনি বলেছেন। যদিও এই মতটি দুর্বল বলে তিনি উল্লেখ করেছেন। (তুহফাতুল আহওয়াজি। খণ্ড ৭। পৃষ্ঠা ০৭)।