ফিচারড নিউজ

ফিচারড নিউজ

October 30, 2020, 3:56 pm

Updated: November 1, 2020, 12:13 am

মার্কিন নির্বাচন: ভুয়া খবরের ‘সুপার স্প্রেডার’ ৪০ ফেসবুক পেইজ চিহ্নিত

Author: BD FactCheck Published: October 30, 2020, 3:56 pm | Updated: November 1, 2020, 12:13 am

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ৪০ ফেসবুক পেইজকে ভুল তথ্য প্রচারের ক্ষেত্রে ‘সুপার স্প্রেডার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।   

আন্তর্জাতিক গনমাধ্যম পর্যবেক্ষনকারী প্রতিষ্ঠান নিউজগার্ড এর অনুসন্ধানে এসকল পেইজের নাম উঠে আসে যাদের ছড়ানো ভুয়া খবর এখন পর্যন্ত ২২ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌছে গেছে এবং এখনো ছড়াচ্ছে। এসকল পে ই জে ‘নিউজগার্ড’ ৫৩টি আলাদা পোস্ট খুজে পায় যেখানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কল্পকাহিনী ছড়ানো হয়েছে যার মধ্যে কেবল ৩টিকে ফেসবুক ভুল তথ্য হিসেবে চিহ্নিত করতে পেরেছে।

যে সকল পোস্ট নিউজগার্ড চিহ্নিত করেছে তার মধ্যে মেইলে পাঠানো ব্যালট এবং নির্বাচন পর্যবেক্ষক থেকে মৃত মানুষরা ভোটের ফলে নির্বাচন বাধাগ্রস্থ হবার মত কট্টর ডানপন্থীদের মধ্যে জনপ্রিয় মিথগুলোও আছে।

নিউজগার্ড যাদের ভুল তথ্য ছড়ানোর জন্য চিহ্নিত করেছে তার মধ্যে রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার গ্যালেন বেক এবং কট্টর ডানপন্থী ওয়েবসাইট ‘গেটওয়ে পন্ডিত’ এর মত সাইটগুলো আছে।

নিউজগার্ড বলছে, পেজগুলোর মধ্যে যাদের ১০০,০০০ এর মত লাইক আছে তারাই অনলাইনে তৎপর হয়ে ভোট এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুজব কিংবা অপ্রমাণিত তথ্য ছড়াচ্ছে। 

ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে কেবল কট্টর ডানপন্থী পেইজই নয়, রক্ষণশীলবিরোধী পক্ষপাত আছে এমন পেইজও পাওয়া যাচ্ছে। নিউজগার্ড ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে “সুপার স্প্রেডার” হিসেবে চিহ্নিত করেছে এমন পেজগুলোর মধ্যে দুইটি বাম-ঘেষা পেইজও আছে। 

এমনকি ফেসবুক নিজে নির্বাচন সংক্রান্ত গুজব তাদের প্লাটফর্ম থেকে কমিয়ে আনার ঘোষণা এবং ‘QAnon’ এর মত কট্টর ডানপন্থী ষড়যন্ত্র-তত্ত্ব সরিয়ে নেয়ার পরেও ভুল তথ্যগুলো এখনো ফেসবুকে বিপুল্ভাবে দাপিয়ে বেড়াচ্ছে। 

গনমাধ্যমের পক্ষ থেকে এ ব্যাপারে জানতে চাইলে এখনো ফেসবুকের কোন প্রতিনিধির মন্তব্য পাওয়া যায়নি ।

ইনসাইডার থেকে অনূদিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *