
অসত্য: দিনে চার বার গরম চা পান করলে ও গরম পানি দিয়ে গড়গড়া করলে করোনাভাইরাস মুক্ত থাকা যায়।
Author: Zahed Arman Published: May 18, 2020, 10:00 am | Updated: May 18, 2020, 10:53 am
যা দাবি করা হচ্ছে
দিনে চার বার গরম চা পান করলে, গরম পানি দিয়ে গড়গড়া করলে, গরম পানির ভাপ নিলে করোনাভাইরাস থেকে মুক্ত থাকা যায়।
“যে তিন উপায়ে চারদিনেই করোনামুক্ত হচ্ছেন চীনারা” শিরোনামের সংবাদে বাংলা নিউজ দাবি করছে,
“করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য জীনারা কোনো ওষুধ বা ভ্যাকসিন নিচ্ছেন না। তারা এর চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়াও বন্ধ করে দিয়েছেন। এর পরিবর্তে তারা গরম পানির ভাপ দিয়ে এই ভাইরাসকে বিনাশ করছেন।”

“এতে আরও বলা হয়, এজন্য তারা মাত্র ৩টি কাজ করছেন। সেগুলো হচ্ছে,
১. তারা দিনে চার বার কেটলি থেকে গরম পানি ভাপ নিচ্ছেন।
২. দিনে চার বার গরম পানি দিয়ে গড়গড়া করছেন।
৩. আর দিনে চার বার গরম চা পান করছেন।
এভাবে টানা ৪ দিন এই ৩টি কাজ করেই ভাইরাসটিকে দমন করছেন তারা। এভাবেই ৫ দিনে হচ্ছেন করোনা নেগেটিভ বলে ওই স্ট্যাটাসে দাবি করা হয়েছে।”
বিডি ফ্যাক্টচেক-এর অনুসন্ধানে দেখা যাচ্ছে, গরম পানি করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে এমনটি প্রমাণিত নয়।
ফ্যাক্টচেক
ওয়েব এমডি জানাচ্ছে, গরম পানি দিয়ে গড়গড়া করা অথবা গরম চা পান করলে করোনাভাইরাসকে ধ্বংস করা যায় না। যখন এই ভাইরাস বাতাসে ভেসে থাকা ড্রপলেটের মাধ্যমে অথবা আঙ্গুলের মাধ্যমে মুখ দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করলে এটা ফুসফুসে পৌছাবেই। এছাড়া অনেকেই যে দাবি করছে এই ভাইরাস গলার মধ্যে কিছুক্ষণ আটকে থাকে তা ভুয়া।
যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির কমন কোল্ড সেন্টারের পরিচালক রন একলেস বিবিসিকে বলছেন, গরম পানি করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে এমনটি প্রমাণিত নয়।
সূত্র
বিবিসি
ওয়বে এমডি
সিদ্ধান্ত
মিথ্যা: দিনে চার বার গরম চা পান করলে, গরম পানি দিয়ে গড়গড়া করলে, গরম পানির ভাপ নিলে করোনাভাইরাস মুক্ত থাকা যায়।