
রহস্যময় কোভিড টেস্টের ফলাফলে কানাডায় সংক্রমণ বেশি দেখানোর গুজব
Author: BD FactCheck Published: November 9, 2020, 1:27 am | Updated: November 16, 2020, 5:10 pm
করোনার সোয়াব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার পরও এক ব্যক্তি কোভিড পজিটিভ হয়েছেন এরকম একটি পোস্ট কানাডায় সামাজিক মাধ্যমে ছড়িয়েছে যেখানে দাবী করা হয়েছে যে দেশটিতে এভাবে অযাচিতভাবে কোভিড সংক্রমিতদের সংখ্যা বেশী দেখানো হচ্ছে।
আলবার্টা সরকার অবশ্য বলছে, এরকম কিছু হলে প্রদেশের প্রশাসনে তদন্তের জন্য অভিযোগ দেয়া উচিত। অন্যদিকে একজন বিশেষজ্ঞ বলছেন, কানাডা সরকার বেশি নয়, বরং কোভিড আক্রান্তদের সংখ্যা কম হিসাব করছে।

ফেসবুক পোস্টটিতে বলা হয়, ”বুধবার দেড়টার সময় রেড ডিয়ারে আমার এক বন্ধুর কোভিড পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও লাইনে ৪০ জনের বেশী ছিল। তাই সে পরীক্ষা না করিয়েই চলে আসে। শুক্রবারে সে আলবার্টা হেলথ সার্ভিসেস (এইচএস) থেকে ফোন করে জানানো হয় সে কোভিড পজিটিভ। সে বলে এটা অসম্ভব, কারণ আমি পরীক্ষাই করাইনি। জবাবে এইচএস থেকে বলা হয় আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন আপনি পরীক্ষা করান কিংবা না করান আপনি পজিটিভ।”
এখানে, এখানে ও এখানে ফেসবুক পোস্টগুলো দেখুন।
এইচএসের একজন মুখপাত্র কেরি উইলিয়ামসনের সাথে এএফপি যোগাযোগ করলে তিনি বলেন যিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েও হাজির হননি তার কোন রিপোর্ট আসার কথাই না।
তিনি বলেন, ”যদি কেউ পরীক্ষা না করিয়েও এইচএস থেকে এরকম ফোন পান তাহলে তার উচিত ৮১১ তে ফোন করে এই ভুয়া রিপোর্টের ব্যাপারে অভিযোগ দেয়া।”
যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে মূল পোস্টটি করা হয় সেটার সাথে এএফপি যোগাযোগ করার চেষ্টা করলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি।
টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ পলিসি, ম্যানেজমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের অ্যাসিস্টেন্ট প্রফেসর কলিন ফার্নেস বলেন মনে হচ্ছে কানাডায় কোভিড সংক্রমিতদের সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে কম দেখানো হচ্ছে।
এএফপিকে তিনি বলেন, ”বাস্তবতা হচ্ছে বেশী কোভিড সংক্রমণ দেখিয়ে কোন সরকারেরই লাভ নেই। বরং উল্টোটা হতে পারে, কারণ সংক্রমণ বেশী হলে মানুষ সরকারকেই দোষ দেয়। তাই বেশিরভাগ সরকারই সংক্রমণ কম দেখানোর চেষ্টা করে, বেশী নয়।”
তিনি জানান, কেবল চিকিতসকদেরই কোভিড পরীক্ষার লাইসেন্স দেয়া হয়েছে। ভুয়া কোন ফলাফল কেউ দিলে সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বর্তমানে কানাডার আড়াই লাখ কোভিড রোগীর প্রায় ৩০ হাজারই আলবার্টার।
আলবার্টায় কোভিডের লক্ষণ আছে কিংবা কোভিড পজিটিভ রোগীর সংস্পর্শে এমন যে কারো জন্য করোনা পরীক্ষা ফ্রী। তবে লক্ষণ নেই এমন ব্যক্তিদের করোনা পরীক্ষা আপাতত স্থগিত আছে।
এএফপি ফ্যাক্ট চেক অবলম্বনে