
সুদানের চিড়িয়াখানার সিংহের ছবিকে বাংলাদেশের বলে প্রচার
Author: BD FactCheck Published: February 13, 2021, 10:42 pm | Updated: February 15, 2021, 2:13 pm
ফেসবুকে একাধিক পোস্টে জীর্ণ সিংহদের তিনটি ছবি দিয়ে ছবিগুলো বাংলাদেশের মিরপুর চিড়িয়াখানার দাবি করা হয় ।
“সত্যের পথে কলম সৈনিক” নামের একটি পেইজ থেকে তিনটি ছবিসহ একটি পোস্ট করা হয় যার ক্যাপশনে লেখা,“অন্য দেশের হাতি নিয়া কতো লেখা লেখি দেখেছি। এবারে আমার নিজের দেশের চিড়িয়াখানা নিয়ে একটু লিখুন। খাবারের অভাবে আজ তাদের কি অবস্থা, যাদের সম্ভব হয় তারা ওদের একটু খাবারের ব্যাবস্থা করে আসবেন। চিত্রঃ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর।”
এমন একটি পোস্ট-এর স্ক্রিনশট-

বিডি ফ্যাক্টচেক যাচাই করে দেখেছে ছবিগুলো বাংলাদেশের কোনো চিড়িয়াখানার নয়। গুগল রিভার্স ইমেজ সার্চিং অপশন ব্যবহার করে মিডল ইস্ট মনিটরের একটি খবরের বরাতে জানা যায়, এই ছবিগুলো সুদানের রাজধানী খার্তুম-এর আল কোরায়শি পার্ক থেকে তোলা হয়েছিলো।
মূলত সুদানে সেসময়ে চলমান অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক টালমাটাল অবস্থার দরুণ খাদ্যের অভাবে সিংহগুলো দুর্বল হয়ে পড়ে। পরবর্তীতে একটি সিংহ মারা গেলে তাদের রক্ষার্থে সামাজিকমাধ্যমে #SudanAnimalRescue ক্যাম্পেইন শুরু হয়।
গত বছরের জানুয়ারিতে ফ্রান্স২৪, এএফপিসহ একাধিক আন্তর্জাতিক মিডিয়ায় এ ব্যাপারে একাধিক খবর প্রকাশিত হয়। দেখুন ফ্রান্স২৪-এ খবরটির স্ক্রিনশট–

অর্থাৎ সুদানের চিড়িয়াখানার সিংহদের ছবিকে বাংলাদেশের চিড়িয়াখানার বলে দাবি সঠিক নয়।