আলমগীর হোসাইন
পরিচালক
আলমগীর হোসাইন বিডি ফ্যাক্টচেক-এর পরিচালক। তিনি নিউ ইয়র্কভিত্তিক টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশনে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছেন। এর আগে তিনি বাংলাদেশ বেতারে ন্যাশনাল স্পোর্টস কমেন্টেটর হিসেবে কাজ করেছেন। ফ্যাক্টচেকিং ও সাংবাদিকতা জনাব হোসাইনের আগ্রহের কেন্দ্রবিন্দু।
জাহেদ আরমান
প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক
জাহেদ আরমান বিডি ফ্যাক্টচেক-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক। তিনি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত গেটওয়ে জার্নালিজম রিভিউ-এর ম্যানেজিং এডিটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফ্যাক্টচেকিং তাঁর আগ্রহের কেন্দ্রবিন্দু । জনাব আরমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাস্টার্স এবং যুক্তরাষ্ট্রের এডিনবরো ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে কমিউনিকেশন্স স্টাডিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়ন করছেন। তাঁর গবেষণার কেন্দ্রবিন্দু ফেইক নিউজ ও ফ্যাক্ট-চেকিং, পলিটিক্যাল ক্যাম্পেইন কমিউনিকেশন্স, সোসাল মিডিয়া মার্কেটিং, সোসাল নেটওয়ার্ক এনালাইসিস ইত্যাদি।
আনিকা গ্রেস
সোশ্যাল মিডিয়া এডিটর
আনিকা গ্রেস বিডি ফ্যাক্টচেক এর সোশ্যাল মিডিয়া এডিটর। এর আগে তিনি শান্ত-মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন। সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন তাঁর আগ্রহের কেন্দ্রবিন্দু।