জাহেদ আরমান
প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান
জাহেদ আরমান বিডি ফ্যাক্টচেক-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। তিনি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত গেটওয়ে জার্নালিজম রিভিউ-এর ম্যানেজিং এডিটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফ্যাক্টচেকিং তাঁর আগ্রহের কেন্দ্রবিন্দু । জনাব আরমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাস্টার্স এবং যুক্তরাষ্ট্রের এডিনবরো ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে কমিউনিকেশন্স স্টাডিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়ন করছেন। তাঁর গবেষণার কেন্দ্রবিন্দু ফেইক নিউজ ও ফ্যাক্ট-চিকিং, পলিটিক্যাল ক্যাম্পেইন কমিউনিকেশন্স, সোসাল মিডিয়া মার্কেটিং, সোসাল নেটওয়ার্ক এনালাইসিস ইত্যাদি।
কদরুদ্দীন শিশির
সম্পাদক
কদরুদ্দীন শিশির ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর আগ্রহের বিষয় মিডিয়া স্টাডিজ, ফেইক নিউজ ও ফ্যাক্টচেকিং। তিনি ফ্যাক্টচেকিং সম্পর্কিত দেশ বিদেশের বিভিন্ন কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।
মাহবুব রনি
ম্যনেজিং এডিটর
মো. মাহবুবুর রহমান (মাহবুব রনি) বিডি ফ্যাক্টচেক-এর সহপ্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং এডিটর। আন্ডারগ্রাজুয়েট থেকে তিনি সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে শিক্ষা বিষয়ক দৈনিক দ্যা ডেইলি ক্যাম্পাস-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। ক্যাম্পাস রিপোর্টিং করার সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন।
ইকবাল মাহমুদ রানা
ডিরেক্টর, স্ট্রাটেজিক প্লানিং
ইকবাল মাহমুদ রানা বিডি ফ্যাক্টচেক-এর একজন ডিরেক্টর। এছাড়া তিনি ইংরেজি ভাষার দৈনিক নিউ এজ-এর স্টাফ রিপোর্টার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
সালাহউদ্দীন সোহাগ
গবেষক
সালাহউদ্দীন সোহাগ ঢাকা বিশ্বিবদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অনার্স, মাস্টার্স ও এম. ফিল. সম্পন্ন করেছেন।
নুরুস সাফা
সোশ্যাল মিডিয়া এডিটর
নুরুস সাফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি সেন্ট্রাল চাইনা নরমাল ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতার উপর মাস্টার্স করেছেন। বর্তমানে সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটিতে নিউ মিডিয়া এবং কমিউনিকেশন্স এর উপর পিএইচডি করছেন।