
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকার খবরটি সঠিক নয়
Author: BD FactCheck Published: August 29, 2020, 1:41 pm | Updated: August 29, 2020, 1:41 pm
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না মর্মে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেখন এখানে ।

বিডি ফ্যাক্টচেক এর অনুসন্ধানে দেখা গেছে খবরটি সঠিক নয়।
শনিবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন হবে। দলীয় প্রতীক ছাড়া এই মুহূর্তে স্থানীয় সরকারের কোনো নির্বাচন করার পরিকল্পনা সরকারের নেই দেখুন এখানে । আসন্ন সিটি, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো দলীয় প্রতীকেই হবে।
মূলত, গত বছরের একটি খবর নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এই বিভ্রান্তি তৈরি হয়ছে। সরকারি সূত্রের বরাতে গত বছরের এপ্রিল মাসে বাংলা ট্রিবিউন প্রতিবেদন করেছিলো যার শিরোনাম “দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে“। যদিও সরকারের তখনকার এই মনোভাব এখনও বাস্তবায়ন হয়নি।