
হেলিকপ্টার থেকে লাশ নয়, প্যারাকমান্ডোদের বাতাসে ছেড়ে দেওয়া হচ্ছে
Author: Zahed Arman Published: June 27, 2020, 9:35 am | Updated: June 27, 2020, 9:35 am
যা দাবি করা হচ্ছে:
“মেক্সিকানরা করোনাভাইরাসে মৃত বেওয়ারিশ লাশগুলো সরকারী হেলিকাপ্টার বোঝাই করে ফেলে দিচ্ছে মেক্সিকান সাগরে।”
যেভাবে ছড়ানো হচ্ছে:
এই গুজবের উৎপত্তি জে কে টিভি নামক ফেসবুক ভিত্তিক একটি পেজ। ওই পেজ থেকে আরও দাবি করা হচ্ছে, “করোনাভাইরাস জনিত রোগে মারা যাওয়াদের আত্মীয় স্বজন কেউই লাশের খোঁজ নিতে আসছে না। গোরস্তান, হাসপাতাল ও ফিউনারেল হোম সবই লাশে ভরপুর। কোথাও লাশ রাখার কোন জায়গা নেই।” ভিডিওটি পোস্ট করা হয় গতকাল ২৬ জুন বিকাল চার টার দিকে। দেখুন এখানে,
ফ্যাক্টচেক:
সতেরো সেকেন্ডের এই ভিডিওটি নেয়া হয়েছে flacrum নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। সেখানে “Mi 26 Halo gets rid of paratroopers” শিরোনামের এই ভিডিওটি পোস্ট করা হয়েছে গত ২০১৮ সালের ৩ আগস্ট। এটি পরিষ্কার যে ভিডিওটি কভিড১৯ সংক্রমণের অনেক আগে থেকেই আছে বিভিন্ন অনলাইন মাধ্যমে। অতএব এই ভিডিওটির সাথে করোনাভাইরাস সম্পর্কিত রােগে মারা যাওয়া ব্যক্তিদের লাশের কোনো সম্পর্ক নাই।
এই ভিডিও থেকে এটি পরিষ্কার যে, হেলিকপ্টার থেকে করোনা আক্রান্ত লাশ নয়, প্যারা কমান্ডোদের বিমান থেকে বাতাসে ছেড়ে দেওয়া হচ্ছে। দেখুন
ভিডিওতে যে হেলিকপ্টারটি দেখা যাচ্ছে সেটি রাশিয়ার তৈরি মি-২৬ হেলিকপ্টার। এটি পৃথিবীর সবচেয়ে বড় হেলিকপ্টার যেটি একইসাথে কার্গো এবং যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হয়। মেক্সিকো বিমান বাহিনীর হাতে রাশিয়ার তৈরি মিল মি-১৭ হেলিকপ্টারটি আছে। এখন পর্যন্ত তাদের হাতে মি-২৬ হেলিকপ্টারটি নাই। এ বছরের ফেব্রুয়ারির দিকে মেক্সিকো রাশিয়া থেকে হেলিকপ্টার ক্রয়ের কথাবার্তা চললে আমেরিকা দেশটির উপর অবরোধ আরোপের হুমকি দেয়। ফলে আর কথাবার্তা আগায় নি। এখান থেকেও পরিষ্কার যে, মি-২৬ হেলিকপ্টারটি মেক্সিকোর নয়।
সিদ্ধান্ত:
হেলিকপ্টার থেকে কভিড-১৯ এ মারা যাওয়া লাশ নয়, প্যারাকমান্ডোদের থেকে বাতাসে ছেড়ে দেওয়া হচ্ছে।