
২১ জুন সূর্যগ্রহণে করোনাভাইরাস বিদায় নেয়ার সংবাদ বিভ্রান্তিকর
Author: Zahed Arman Published: June 16, 2020, 10:58 am | Updated: June 16, 2020, 11:08 am
যা দাবি করা হচ্ছে:
চট্টগ্রাম ভিত্তিক সংবাদপত্র দৈনিক পূর্বকোণ একজন ভারতীয় বিজ্ঞানীর উদ্ধৃতি দিয়ে দাবি করছে আগামী ২১ জুনের সূর্যগ্রহণে পৃথিবী থেকে বিদায় নেবে করোনাভাইরাস।
যেভাবে ছড়াচ্ছে:
চেন্নাইভিত্তিক পরমাণু বিজ্ঞানী সুন্দর কৃষ্ণ দাবি করছেন সূর্য গ্রহণের সাথে করোনাভাইরাস সম্পর্কিত রোগের সম্পর্ক থাকতে পারে। তিনি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে বলেন, গত বছর ২৬ ডিসেম্বরের সূর্যগ্রহণের পর থেকে পৃথিবীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল থেকে সংবাদটি কাভার করেছে হিন্দুস্থান টাইমস। সেখান থেকে অনুবাদ করে সংবাদটি মুখরোচক করে পাঠকের সামনে উপস্থাপন করছে বাংলাদেশের কিছু গণমাধ্যম।
ফ্যাক্টচেক:
প্রথমে দেখা যাক ভারতীয় বিজ্ঞানী কী বলেছেন। পরমাণু বিজ্ঞানী সুন্দর কৃষ্ণের মতে, “যেহেতু গতবছরের ২৬ ডিসেম্বরের সূর্যগ্রহণের পর থেকে পৃথিবীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে সেহেতু আসন্ন সূর্যগ্রহণ (২১জুন, ২০২০) একটি টার্নিং পয়েন্ট হতে পারে। সূর্যের রশ্মির তীব্রতা ভাইরাসটিকে নিষ্ক্রিয় করে তুলবে।” বাংলাদেশের গণমাধ্যমে এটার অনুবাদ করা হয়েছে, “আগামী ২১ জুনের সূর্যগ্রহণে পৃথিবী থেকে বিদায় নেবে করোনাভাইরাস”।
দ্বিতীয়ত, সূর্যের রশ্নির তীব্রতা করোনাভাইরাসকে নিষ্ক্রীয় করতে পারে না। দেখুন এ সম্পর্কিত পূর্বের ফ্যাক্টচেক।
তৃতীয়ত, বিজ্ঞানী সুন্দর কৃষ্ণের বক্তব্যটি এখনও পরীক্ষা-নিরীক্ষা দ্বারা প্রমাণিত নয়। উপরের বায়ুমন্ডলে বায়োমলিকুলার কাঠামোর রূপান্তর এই ভাইরাসটির সম্ভাব্য যে উৎস হওয়ার দাবি করেছেন তাও কোনো নির্ভরযোগ্য সূত্র দ্বারা প্রমাণিত নয়।
চতুর্থত, সংবাদপত্রে মতামত ও সংবাদের মধ্যে সবসময়ই একটা পার্থক্য আছে। মতামত হচ্ছে কোনো ব্যক্তি বিশেষের দেয়া উদ্ধৃতি। আর সংবাদ হচ্ছে যা ঘটেছে কিংবা শতভাগ বা তার কাছাকাছি ঘটার নিশ্চয়তা আছে তার বিবরণ। এজন্য মতামত মাত্রই সংবাদ নয়। আধুনিক সাংবাদিকতায় কারও উদ্ধৃতি চেক করে দেখার জন্য সংবাদ মাধ্যমগুলোর আলাদা ফ্যাক্টচেক টিম থাকে। তারা কোনো বক্তব্য যখন সংবাদে উপস্থাপন করবে তার আগে ওই বক্তব্যের ফ্যাক্টচেক করে দেখে। কিন্তু বাংলাদেশ কিংবা ভারতের অধিকাংশ সংবাদ মাধ্যমে এটি নাই বিধায় একজন বক্তা যা বলেছে তা হুবহু উদ্ধৃত করে দেয়া হয় সংবাদে। এতে পাঠক বিভ্রান্ত হন। আলোচ্য সংবাদটির ক্ষেত্রেও তাই ঘটেছে।
তথ্যসূত্র:
গুগল
সিদ্ধান্ত:
২১ জুনের সূর্যগ্রহণে পৃথিবী থেকে করোনাভাইরাস বিদায় নেবে সম্পর্কিত ভারতীয় বিজ্ঞানীর দাবিটি বিভ্রান্তিকর। এটি তাঁর নিজস্ব মতামত যা বৈজ্ঞানিক উপায়ে পরীক্ষা-নিরীক্ষা দ্বারা প্রমানিত নয়।