গণমাধ্যম

অসত্য

গণমাধ্যম

January 25, 2021, 4:47 pm

Updated: January 25, 2021, 9:20 pm

৫ বছর আগের ভুয়া খবর নতুন করে সামাজিক মাধ্যমে

Author: BDFactCheck Admin Published: January 25, 2021, 4:47 pm | Updated: January 25, 2021, 9:20 pm

সৌদী আরবের গ্রান্ড মুফতির ফতোয়া আকারে একটি বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচার অনেক দিন ধরেই প্রচারিত হয়ে আসছে। সম্প্রতি একই বক্তব্য সম্বলিত একটি খবরের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

পুরনো ওই খবরটিতে দাবি করা হয়েছে যে, সৌদি আরবের গ্রান্ড মুফতি  আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ  “স্ত্রীর গোশত খেতে পারবে স্বামী” মর্মে ফতোয়া দিয়েছেন।

বাংলাদেশি একটি অনলাইন পোর্টালে এই খবরটি দেখুন এই আর্কাইভ করা লিংকে।

খবরে বলা হয়েছে মুফতি নাকি বলেছেন, “বিশেষ পরিস্থিতিতে স্বামী তার স্ত্রীর শরীরের যে কোনো অংশের গোশত খেতে পারবেন।”

ফ্যাক্ট চেক:

কিন্তু বিডি ফ্যাক্টচেক যাচাই করে দেখেছে এই খবরটি ভুয়া। সৌদি গ্রান্ড মুফতি আব্দুল আজিজ এমন কোনো ফতোয়া দেননি।

মূলত ২০১৫ সালের এরকম খবর প্রথমে ছড়ায়। 

তখন এই ভুয়া ফতোয়াটি ছড়িয়েছে মরক্কোর ‘ইসরাফিল আল মাগরিবী’ নামের একজন স্যাটায়ারিস্ট ব্লগারের একটি রম্যরচনাকে কেন্দ্র করে।

ইসরাফিল ‘আখবার আল তানজ’ (মরক্কোন ভাষায় এর অর্থ্য ‘রম্য খবর’) নামে একটি ব্লগ সাইটে রম্যরচনা হিসাবে ফতোয়াটি সৌদি গ্রান্ড মুফতির বরাতে লিখেন।

পরে এই রম্যরচনাটিই ইরানিপন্থী বিভিন্ন ওয়েবসাইটে যাচাইবাছাই ছাড়াই খবর আকারে প্রকাশিত হয় এবং এরপর ছড়িয়ে পড়ে অন্যান্য দেশে। নিজের রম্যরচনাকে মানুষজন ভুলভাবে গ্রহণের খবর পেয়ে লেখক ইসরাফিল এ বিষয়ে ব্যাখ্যাও দিয়েছিলেন।

এছাড়া সৌদি সংবাদমাধ্যমের পক্ষ থেকে মুফতি আব্দুল আজিজের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এমন কোনো ফতোয়া তিনি দেননি।

২০১৫ সালেই পুরো বিষয়টি তুলে ধরে রিপোর্ট প্রকাশ করেছিলো সিএনএন অ্যারাবিক। তাদের প্রতিবেদনটি পড়ুন এখানে

এছাড়া মধ্যপ্রাচ্যের আরও বেশ কিছু সংবাদমাধ্যম এবং ভারতীয় ফ্যাক্ট চেকিং সংস্থা তখন এই ভুয়া খবরটির পেছনের ঘটনা তুলে ধরেছিলো। তেমন কিছু প্রতবেদন দেখুন এখানে, এখানে, এখানে এখানে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *